উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সুন্দরবনের কুলতলির মৈপীঠ উপকূল থানার দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় ফের দেখা মিলল বাঘের। শীতের শুরু থেকেই কুলতলি ও মৈপীঠের বিভিন্ন এলাকায় বাঘ লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা বাড়ছে। সোমবার দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় আবারও বাঘের উপস্থিতি টের পান স্থানীয় এক বাসিন্দা।
বাঘের হামলায় একটি গবাদি পশু মারা যাওয়ার ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যাধরী নদীর পাশে ড্রেনের মুখে বাঘটি আক্রমণ চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে নদীর চড়ে বাঘের পায়ের ছাপও দেখা যায়।
ঘটনার খবর পেয়ে মৈপীঠ উপকূল থানার ওসি শান্তনু বিশ্বাসের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং বন দফতরকে খবর দেয়। রায়দিঘি রেঞ্জ অফিস ও নলগোড়া বিট অফিস থেকে বনকর্মীরা এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন।
বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে নাকি লোকালয়ে লুকিয়ে আছে, তা বোঝার চেষ্টা করছেন বনকর্মীরা। গ্রামবাসীরা টাইগার টিমের সঙ্গে লাঠি হাতে পাহারা দিচ্ছেন এবং বন দফতরের সহায়তায় নাইলনের জাল দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হচ্ছে।
স্থানীয়রা জানান, শীতকালে নদী ও খালে জল কম থাকার কারণে বাঘ সহজেই জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। উপরন্তু, এলাকায় বিদ্যুৎ না থাকায় বাঘ ঢোকার ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে।
বন দফতরের কর্মীরা জানিয়েছেন, আতঙ্কের কারণ নেই। তাঁরা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং গ্রামবাসীদের সচেতন থাকতে বলেছেন।