Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনে ফিরছে হারিয়ে যাওয়া হরিণখুরা, মালাবতী ও অন্যান্য ঐতিহ্যবাহী ধান

সুন্দরবনে ফিরছে হারিয়ে যাওয়া হরিণখুরা, মালাবতী ও অন্যান্য ঐতিহ্যবাহী ধান

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের কাকদ্বীপ, জয়নগর ও কুলতলি অঞ্চলে আবারও শুরু হয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ধান চাষ। প্রায় ৫০ বছর আগে চাষ হওয়া হরিণখুরা, মালাবতী, তালদি, খেজুরচারি, কলাবতী ও কেরালাসুন্দরী প্রজাতির ধান এখন নতুন করে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষণায় জানা গেছে, এই ধানগুলি লবণসহনশীল এবং সুন্দরবনের জলবায়ুর সাথে বেশ ভালোভাবে মানিয়ে নিতে পারে। এই অঞ্চলের কয়েকশো বিঘা জমিতে ইতিমধ্যেই এই ধান চাষ শুরু হয়েছে।

কৃষি বিশেষজ্ঞ ড. চন্দন মণ্ডল জানান, “সুন্দরবনের মাটিতে বিশেষ লবণসহনশীল ধান চাষ করা হচ্ছে। আমাদের কেন্দ্র থেকে এই ধানের বীজের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে এবং এটি চাষিদের জন্য অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয়েছে।”

হরিণখুরা ও মালাবতীর বিশেষত্ব

কৃষি বিশেষজ্ঞ শুকদেব সামন্ত জানান, অতীতে সুন্দরবনে হরিণখুরা ও মালাবতী ধান ব্যাপকভাবে চাষ করা হতো। মালাবতী ধানের চাল পান্তা ভাতে খাওয়া যেত পদ ছাড়াই, আর তার ভাতের সুগন্ধ ছিল অতুলনীয়। এই ধান গাছ সাড়ে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার হয় এবং প্রতি বিঘায় প্রায় সাত মন ধান উৎপাদিত হয়।

হরিণখুরা ধানের বিশেষত্ব হল এর চালের দু’পাশে হরিণের খুড়ের মতো কালো দাগ। এই ধানের ভাত, চিঁড়ে, মুড়ি ও খই তৈরি করা হয়। প্রতি বিঘায় প্রায় ১৩ মন ধান উৎপাদিত হয় এবং এটি চাষে কোনও বড় সমস্যা দেখা যায় না।

চাষিরা কেন এগিয়ে আসছেন?

নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ সোমনাথ সরকার জানিয়েছেন, “এই ধানগুলিতে রোগ-পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম হয়। ফলে চাষিরা এই ধানের চাষে আগ্রহী হচ্ছেন।”

চাষিরা জানান, এই ধানের গুণাগুণ এবং উৎপাদনক্ষমতা একদিকে যেমন লাভজনক, তেমনি স্থানীয় বাজারেও এর চাহিদা রয়েছে। অতিবৃষ্টিতেও এই ধানের চাষে সমস্যা হয় না, বরং জমিতে জল জমলে ধানগাছ বাড়তে থাকে।

সুন্দরবনের ঐতিহ্যবাহী ধান চাষ নতুন প্রজন্মের চাষিদের সামনে একটি টেকসই এবং পরিবেশবান্ধব চাষ পদ্ধতি তুলে ধরেছে। এতে যেমন স্থানীয় কৃষি সংস্কৃতি বাঁচবে, তেমনি পরিবেশের উপরও এর ইতিবাচক প্রভাব পড়বে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।