উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যুদের হামলার শিকার হলেন দুই মৎস্যজীবী। হামলাকারীরা তাঁদের মোবাইল, জাল ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় প্রাণ হাতে করে কোনওরকমে ঘরে ফিরতে সক্ষম হন ওই দুই মৎস্যজীবী।
জানা গেছে, বৃহস্পতিবার সুন্দরবন কোস্টাল থানার ছোট মোল্লাখালির বাসিন্দা দুই মৎস্যজীবী মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন আরবেশের জঙ্গলে। তখনই হঠাৎ ৫-৬ জনের একটি দুষ্কৃতী দল তাঁদের নৌকায় হামলা চালায়। অভিযোগ, জলদস্যুরা মৎস্যজীবীদের বেধড়ক মারধর করে এবং তাঁদের মোবাইল, জালসহ যাবতীয় সামগ্রী লুট করে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।
শুক্রবার সকালে তাঁরা সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদফতর।
প্রতিনিয়ত সুন্দরবনের মৎস্যজীবীদের এমন ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। বাঘের আক্রমণের পাশাপাশি জলদস্যুদের হামলার ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে। বারবার প্রশাসনকে নিরাপত্তার দাবি জানানো হলেও জলদস্যুদের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে মৎস্যজীবীদের মধ্যে। মানবাধিকার সংগঠন এপিডিআর দাবি করেছে, পুলিশের ব্যর্থতার কারণেই জলদস্যুরা বারবার সাহস পাচ্ছে এবং মৎস্যজীবীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে।