Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনের দুঃস্থ শিশুদের পাশে বিরাট কোহলি, পরিবেশ রক্ষাতেও ভূমিকা

সুন্দরবনের দুঃস্থ শিশুদের পাশে বিরাট কোহলি, পরিবেশ রক্ষাতেও ভূমিকা

প্রকাশিত

কলকাতা: সুন্দরবনের দুঃস্থ শিশুদের শিক্ষার প্রসারে ও পরিবেশ রক্ষায় এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলি। পরিবেশ এবং সমাজসেবার প্রতি তাঁর দায়বদ্ধতার অংশ হিসেবে নিজের খেলার টুপি ও টি-শার্ট আন্তর্জাতিক সংস্থা গো ধার্মিক (Go Dharmic)-এর হাতে নিলামের জন্য তুলে দিয়েছেন। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভারতসহ সুন্দরবনের অসহায় শিশুদের পড়াশোনা ও সুন্দরবনের প্রকৃতিরক্ষা প্রকল্পে ব্যবহার করা হবে।

বিরাটের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ‘গো ধার্মিক’-এর সদস্যরা জানান, সুন্দরবনের মতো প্রান্তিক এলাকায় শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অর্থ সাহায্য করা হবে। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে গত ১৯ সেপ্টেম্বর থেকে বিরাটের খেলার সামগ্রী নিলামে তোলা হয়েছে। এ বছরের নিলাম থেকে প্রাপ্ত অর্থের বড় অংশ সুন্দরবন এলাকার কল্যাণে ব্যয় করা হবে।

এর আগে, ২০২২ সালে বিরাট তাঁর বিশ্বকাপের আফগানিস্তানের সঙ্গে খেলার টি-শার্ট দান করেছিলেন। সেই নিলামের অর্থও সমাজসেবামূলক কাজে ব্যয় হয়েছিল। বিরাট বহু বছর ধরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গো ধার্মিক’-এর বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রতি বছর নিজের ব্যবহৃত খেলার সামগ্রী দান করে নিলামের আয়োজন করেন।

‘গো ধার্মিক’-এর পূর্ব ভারতের প্রধান দেবব্রত মণ্ডলের সঙ্গে ১৪ সেপ্টেম্বর চেন্নাইয়ের একটি পাঁচতারা হোটেলে বৈঠকের সময় বিরাট তাঁর টুপি ও টি-শার্ট নিলামের জন্য তুলে দেন। দেবব্রত মণ্ডল বলেন, “বিরাট অত্যন্ত সজ্জন এবং দুঃস্থ শিশুদের শিক্ষার প্রসারে সবসময়ই চিন্তিত। সুন্দরবনের পরিবেশ নিয়েও তিনি যথেষ্ট উদ্বিগ্ন এবং তিনি এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে বারবার এগিয়ে এসেছেন।”

ভবিষ্যতে সুন্দরবনে সরাসরি আসার ইচ্ছাও প্রকাশ করেছেন বিরাট কোহলি। তাঁর এই মহতী উদ্যোগ সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

আর জি কর মামলা পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আর জি কর ধর্ষণ-হত্যার মামলার বিচারপ্রক্রিয়া পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পাঠানোর আর্জি খারিজ...

ক্রেডিট কার্ড থেকে কী ভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন?

ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক ধরনের বিল পরিশোধ করা সম্ভব হলেও, কিছু নির্দিষ্ট অর্থপ্রদান যেমন...

জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২৫: আধার প্রমাণীকরণ নিয়ে এনটিএ-এর নতুন নির্দেশিকা, জানুন কী ভাবে কাজটি করবেন

হেডিং: জেইই Slug: Tags: #JEEMain2025 #NTA #AadhaarAuthentication #JEEMainGuide জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) সম্প্রতি জেইই মেইন...

জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোল-হাতাহাতি, অধিবেশন স্থগিত

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোলের মধ্যে বিধায়কদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।...

আরও পড়ুন

ছটপুজোতে গঙ্গাকে দূষণমুক্ত করতে ‘গঙ্গা উৎসব’ হয়ে গেল ফলতায়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ফলতা : দীপাবলি শেষ হতে চলে এল আরেক উৎসব ছটপুজো। এখন রাজ্যে মহাসমারোহে...

কুলতলিতে হয়ে গেল ডিঙি বাইচ ও ডোঙা বাইচ প্রতিযোগিতা, এই প্রথম বার অংশ নিলেন মহিলারা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: মোবাইল ফোনের যুগে যখন গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যাচ্ছে, তখনও...

হারিয়ে যাচ্ছে ‘পুতুল নাচ’, বাঁচিয়ে রাখার চেষ্টা রামবাটি গোপালনগরের মঙ্গল নস্করের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পুতুলের সঙ্গে কমবেশি সম্পর্ক তৈরি হয় সবারই ছোট বেলা থেকে। পুতুল...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে