কলকাতা: সুন্দরবনের দুঃস্থ শিশুদের শিক্ষার প্রসারে ও পরিবেশ রক্ষায় এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলি। পরিবেশ এবং সমাজসেবার প্রতি তাঁর দায়বদ্ধতার অংশ হিসেবে নিজের খেলার টুপি ও টি-শার্ট আন্তর্জাতিক সংস্থা গো ধার্মিক (Go Dharmic)-এর হাতে নিলামের জন্য তুলে দিয়েছেন। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভারতসহ সুন্দরবনের অসহায় শিশুদের পড়াশোনা ও সুন্দরবনের প্রকৃতিরক্ষা প্রকল্পে ব্যবহার করা হবে।
বিরাটের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ‘গো ধার্মিক’-এর সদস্যরা জানান, সুন্দরবনের মতো প্রান্তিক এলাকায় শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অর্থ সাহায্য করা হবে। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে গত ১৯ সেপ্টেম্বর থেকে বিরাটের খেলার সামগ্রী নিলামে তোলা হয়েছে। এ বছরের নিলাম থেকে প্রাপ্ত অর্থের বড় অংশ সুন্দরবন এলাকার কল্যাণে ব্যয় করা হবে।
এর আগে, ২০২২ সালে বিরাট তাঁর বিশ্বকাপের আফগানিস্তানের সঙ্গে খেলার টি-শার্ট দান করেছিলেন। সেই নিলামের অর্থও সমাজসেবামূলক কাজে ব্যয় হয়েছিল। বিরাট বহু বছর ধরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গো ধার্মিক’-এর বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রতি বছর নিজের ব্যবহৃত খেলার সামগ্রী দান করে নিলামের আয়োজন করেন।
‘গো ধার্মিক’-এর পূর্ব ভারতের প্রধান দেবব্রত মণ্ডলের সঙ্গে ১৪ সেপ্টেম্বর চেন্নাইয়ের একটি পাঁচতারা হোটেলে বৈঠকের সময় বিরাট তাঁর টুপি ও টি-শার্ট নিলামের জন্য তুলে দেন। দেবব্রত মণ্ডল বলেন, “বিরাট অত্যন্ত সজ্জন এবং দুঃস্থ শিশুদের শিক্ষার প্রসারে সবসময়ই চিন্তিত। সুন্দরবনের পরিবেশ নিয়েও তিনি যথেষ্ট উদ্বিগ্ন এবং তিনি এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে বারবার এগিয়ে এসেছেন।”
ভবিষ্যতে সুন্দরবনে সরাসরি আসার ইচ্ছাও প্রকাশ করেছেন বিরাট কোহলি। তাঁর এই মহতী উদ্যোগ সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।