উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গোসাবা: নদীবেষ্টিত সুন্দরবনের মানুষের চিকিৎসার কথা ভেবে এ বার চালু হল ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা।
এর আগে ‘দুয়ারে করোনা টিকা’ পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ‘ভ্যাকসিন বোট’ চালু করেছিল জেলা প্রশাসন। আর এ বার গোসাবা ব্লকের দ্বীপ এলাকার মানুষের জন্য ‘ওয়াটার অ্যাম্বুল্যান্স’পরিষেবা চালু করল সুন্দরবন উন্নয়ন দফতর।
মঙ্গলবার দুপুরে গোসাবার জেটিঘাটে বিদ্যানদীতে এই ভ্রাম্যমাণ অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল, গোসাবার বিডিও সৌরভ মিত্র-সহ আরও অনেকে।
গোসাবার দ্বীপাঞ্চলের মানুষের জলপথই একমাত্র ভরসা। তার জেরে রোগীকে ক্যানিং অথবা কলকাতায় নিয়ে যেতে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। অনেক সময় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রোগীদের। ‘ওয়াটার অ্যাম্বুল্যান্স’-এর মাধ্যমে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।
আপাতত ওই অ্যাম্বুলেন্সটি বিদ্যানদীতে রাখা হবে। প্রয়োজনে কুমিরমারি, সাতজেলিয়া, বালি, চণ্ডীপুর, কচুখালি, গোসাবা, ছোটমোল্লাখালি, রাধানগর এবং তারানগরের মতো দ্বীপগুলিতেও পৌঁছে যাবে ওই অ্যাম্বুল্যান্সটি।
এই পরিষেবার উদ্বোধন করে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিং হাজরা বলেন, সুন্দরবনের এই ব্লকের দ্বীপগুলির বাসিন্দারা এত দিন হাসপাতালে যাওয়ার সময় দুর্ভোগের মুখে পড়তেন। এ বার সেই সমস্যার সমাধান হল। সুন্দরবনের মানুষের পাশে রাজ্য সরকার আছে।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, রোগীদের কাছ থেকে ওই অ্যাম্বুল্যান্সের ভাড়া হিসেবে ১০০ টাকা নেওয়া হবে। তবে ওই জলযানের খরচ বহন করবে সুন্দরবন উন্নয়ন দফতর।
গোসাবার বিডিও সৌরভ মিত্র বলেন, দ্বীপাঞ্চলের কোভিড আক্রান্তদের জন্য একটি অ্যাম্বুল্যান্স বরাদ্দ ছিল আগেই। এ বার সুন্দরবন উন্নয়ন দফতর নতুন একটি ওয়াটার অ্যাম্বুলেন্স দেওয়ার ফলে দ্বীপের বাসিন্দারা উপকৃত হবেন। এ বার থেকে সহজেই হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারবেন এই দ্বীপের মানুষজন।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
হাজিরার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি
অসুস্থ মুকুল রায়, আর্জি রাখতে পিএসি মামলায় ২ দিন বাড়তি সময় দিল হাইকোর্ট
শরিয়তি আইন প্রতিষ্ঠাই মূল লক্ষ্য, জানিয়ে দিল তালিবান
সাংসদ অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, টুইট উদ্বেগ প্রকাশ রাজ্যপালের
কেরলে লাগাম পড়ছে কোভিডে, পর পর ৭ দিন কমল সংক্রমণের হার