খবর অনলাইন ডেস্ক: পনেরো বছর পরে। নির্ধারিত দিনের দিনছয়েক আগেই বর্ষা প্রবেশ করল পশ্চিমবঙ্গের উত্তরাংশে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার হিমালয়ের নিকটবর্তী পশ্চিমবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে করেছে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু। এর আগে রাজ্যে মে মাসে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল ২০০৯ সালে।
সাধারণত পশ্চিমবঙ্গের উত্তরাংশে মৌসুমী বায়ু প্রবেশ করে ৫ জুন নাগাদ এবং রাজ্যের দক্ষিণাংশে প্রবেশ করে ৯ জুন নাগাদ।
নির্ধারিত সময়ের প্রায় সপ্তাহখানেক আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করার কারণ কী? বর্ষাকে এগিয়ে আনার পিছনে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর একটা বড়ো ভূমিকা আছে। ‘রেমাল’ দক্ষিণপশ্চিমমুখী বায়ুকে দ্রুত বঙ্গোপসাগর থেকে উপকূল অঞ্চলে নিয়ে এসেছে। এর ওপর পশ্চিমবঙ্গের উত্তরাংশে বায়ুর যে নিম্নচাপ চাপ ছিল, সেই নিম্নচাপ দ্রুত টেনে নিয়েছে ওই দক্ষিণপশ্চিমমুখী বায়ুকে। এর ফলেই বর্ষা আগাম চলে এসেছে উত্তরবঙ্গে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অর্থাৎ পশ্চিমবঙ্গের হিমালয়ের নিকটবর্তী জেলাগুলিতে আগামী পাঁচ দিন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যে দু’-একটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের হিসাবে, শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল আলিপুরদুয়ার ৪৫ মিমি, জলপাইগুড়ি ৪৩ মিমি এবং কোচবিহার ২৮ মিমি।
আরও খবর