কলকাতা: স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ মামলা চলছে আদালতে। তবে একদা সুখী দম্পতির পুত্র-কন্যা কিন্তু এড়িয়ে গেলেন সেই বিতর্ক। এবং তা খুব কৌশলী ও চমকপ্রদ ভাবেই। গত শনিবার রাতে গোলপার্কে মেয়রের আবাসনের সামনে রাস্তায় দাঁড়িয়েই তাঁর জন্মদিন পালন করলেন পুত্র-কন্যা। পাশাপাশি চলল সেই জন্মদিন উদ্যাপনের ফেসবুক লাইভও।
বিতর্কের শুরুর পর জল গড়িয়েছে বিবিধ ধারায়। বেহালার ফ্ল্যাট ছেড়ে তিনি উঠেছেন গোলপার্কের ওই আবাসনে। কয়েক দিন আগে শোভনবাবুর ফ্ল্যাটের সামনে স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ধরনায় বসলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সেটাও বিতর্কে নতুন ইন্ধন জোগায়। ফলে ছেলে-মেয়েরা সেই পথে হাঁটেননি। তাঁরা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির উপরই জন্মদিনের কেক কাটেন। বাবার উদ্দেশে জন্মদিনের শুভেচ্ছা জানান।
ভিডিওতে দেখা যাচ্ছে শোভন-রত্নার পুত্র-কন্যা ঋষি ও রুহি বেশ আনন্দের সঙ্গেই বাবার জন্মদিন পালন করলেন, সে হোক না রাস্তায়। উল্লেখ্য, গত ২৮ জুন পুরসভায় গিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি।