কলকাতা: দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও অতিরিক্ত যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল।
কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে চার জোড়া বিশেষ লোকাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। যাত্রীদের অতিরক্ত ভিড় সামাল দেওয়ার জন্য এই ব্যবস্থা বলে জানানো হয়েছে রেলের তরফে।
আরও পড়ুন কালীপুজো-দীপাবলিতে শব্দবাজি রুখতে বিশেষ ব্যবস্থা পূর্ব বর্ধমান জেলা পুলিশের
উৎসব উপলক্ষে ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর শিয়ালদহ-ডানকুনি শাখায় একজোড়া, শিয়ালদহ-বারাসাত শাখায় একজোড়া, শিয়ালদহ-রানাঘাট শাখায় একজোড়া এবং শিয়ালদহ-বারুইপুর শাখায় একজোড়া বিশেষ ট্রেন চলবে বলে জানানো হয়েছে। সারা রাতই ট্রেন পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
তবে কালীপুজোর দিন শিয়ালদহ থেকে বেশকিছু মাতৃভূমি লোকাল বাতিল করা হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।