বিকাশ ভবনে চাকরি হারানোদের একাংশের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, আগামী ২১ এপ্রিলের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে আইনি পরামর্শ নিয়ে। মিরর ইমেজ নিয়েও মত নেওয়া হচ্ছে আইনজীবীদের কাছ থেকে।
শিক্ষামন্ত্রীর কথায়, “যাঁরা আমাদের সঙ্গে বৈঠকে এসেছিলেন, তাঁরা জানিয়েছেন, তাঁরা কেউ অনশনে নেই। অনশনকারীদের একটি ছোট অংশ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তবু তাঁদের উপর আমার কোনও রাগ নেই।”
চাকরিহারাদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যত দিন না সসম্মানে পদে পুনর্বহাল করা হচ্ছে, তত দিন রাজপথই তাঁদের ঠিকানা। ব্রাত্য বলেন, “আমরা যদি প্রতিশ্রুতি রাখতে না পারি, ওঁদের পথেই থাকা উচিত। কিন্তু অনুরোধ, ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। আমরা চেষ্টা করছি, আইনি পথে সমস্যা মেটানোর।”
ব্রাত্য আরও বলেন, “বিরোধীরা ২৬ হাজার চাকরিপ্রার্থীর জীবন দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। আমরা সেই ফাঁদে পা দেব না। বরং চেষ্টা করছি, শেষ মুহূর্তে ওঁদের পাশে দাঁড়াতে।”
এসএসসি চেয়ারম্যান বৈঠকে জানিয়েছেন, যোগ্য-অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি শুরু হয়েছে। আগামী রবিবারের মধ্যে কাজ শেষ করে, ২১ এপ্রিলের মধ্যে তা ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ওএমআর মিরর ইমেজ সংক্রান্ত প্রশ্নে জানানো হয়েছে, প্রকৃত মিরর ইমেজ নেই। সিবিআইয়ের হাতে থাকা কপিই প্রকাশ্যে আনা হবে।
ব্রাত্য বসুর কথায়, “যোগ্য বঞ্চিতদের পাশে থাকার বিষয়ে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। সেই নির্দেশ মেনেই আমরা পদক্ষেপ করছি। দাবিগুলোর সঙ্গে মৌলিক বিরোধ নেই, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখেই এগোতে হবে।”
চাকরিহারাদের প্রতিনিধিরা জানান, দুটি বিষয়—যোগ্য-অযোগ্য তালিকা এবং ওএমআরের মিরর ইমেজ—নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারের তরফে আশ্বাস মিলেছে, দ্রুত আইনি পরামর্শ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।