নয়াদিল্লি: আবারও পিছিয়ে গেল এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) সকাল সাড়ে ১০টায়।
প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, পরবর্তী শুনানিতে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হবে— পুরো প্যানেল বাতিল করা হবে কি না বা শুধুমাত্র অযোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হবে। অহেতুক মামলাটিকে জটিল করা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রধান বিচারপতি এ দিন বলেন, “আমরা জানি সমস্যাটা কোথায়। আগামী বৃহস্পতিবার সকালে শুনানি হবে। বিচার্য বিষয় হল— পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে, না কি যোগ্য প্রার্থীদের চাকরি বজায় রেখে অযোগ্যদের বাদ দেওয়া হবে। বিষয়টি অতটা জটিল নয়।” এই মামলা এ দিন বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে উঠেছিল।
উল্লেখযোগ্য যে, গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দেয়। এর ফলে প্রায় ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে আপিল করে।
রাজ্যের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা একাধিক প্রার্থীও সুপ্রিম কোর্টে মামলা করেন। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এর আগে এই মামলাটি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠেছিল। তবে, বিচারপতি সঞ্জীব খন্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে আসীন হওয়ার পর এটি প্রথমবার তাঁর বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল এ দিন।
আরও পড়ুন: নির্ধারিত সময়ের আগেই শীতের দাপট জোরদার, কলকাতায় তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি, আরও নামবে পারদ