যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ না হওয়ায় উত্তাল এসএসসি ভবনের সামনে আন্দোলন চলছে টানা। এই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার মুখ খুললেন। একদিকে যেমন আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিলেন, তেমনই সতর্ক করলেন আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করতে।
ব্রাত্য বলেন, “অযোগ্যদের তালিকা প্রকাশ না করার কারণ একটাই—আমরা এখনও আইনি পরামর্শ পাইনি। আর যেটুকু তালিকা রয়েছে, সেটি সুপ্রিম কোর্টই দিয়েছে, আমাদের কিছু চিহ্নিত করার নেই। সেই তালিকা পাবলিক ডোমেনে রয়েছে।”
তবে আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, তৃতীয় দফার পর অন্যান্য কাউন্সেলিং সংক্রান্ত কোনও বার্তা দিচ্ছে না কমিশন। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর সাফ বক্তব্য, “আমরা বা এসএসসি চেয়ারম্যান এমন কোনও কথা বলিনি। সুপ্রিম কোর্টের নির্দেশেও তা নেই। তা হলে ওঁরা কোন ভিত্তিতে এমন দাবি করছেন, বুঝছি না।”
ব্রাত্য বসুর মতে, অযোগ্য তালিকার বাইরে রয়েছেন ১৭,২০৬ জন। তাঁদের সম্পর্কে ভাগ অনুযায়ী কাজ হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, “এমন কিছু করবেন না বা আমাদের বাধ্য করবেন না, যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন হলে, সেটা আপনাদের বিপক্ষেই যাবে।”
এদিন শিক্ষামন্ত্রী আশ্বাস দেন, কাউকে বরখাস্ত করা হয়নি, কাজে যোগ দিতেও বাধা নেই। এমনকি কারও বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়নি। রিভিউ পিটিশন ইতিমধ্যেই দায়ের হয়েছে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগদানের জন্য সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
“আমাদের দফতর বেতনের বিষয়টি দেখছে। এটি নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি,” বলেন ব্রাত্য বসু। তিনি আরও যোগ করেন, “আগামীকালও ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে। এসএসসি আপনাদের জন্যই লড়ছে। একমাত্র সরকারই আপনাদের পাশে রয়েছে। তাই আমাদের কাজ করতে দিন, আপনারাও নিজের দায়িত্ব পালন করুন।”
পড়ুন: ‘স্কুলে ফিরুন’, বললেন মমতা, আন্দোলনে অনড় চাকরিহারারা