দীর্ঘ ৬ বছর পর রাজ্যে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে শিক্ষক নিয়োগ, জানাল এসএসসি

Teacher

কলকাতা: নিয়োগে বেনিয়মের তদন্তের মধ্যেই ফের রাজ্যে শিক্ষক নিয়োগ। দীর্ঘ ছ’বছর পর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। বৃহস্পতিবার সকালে নোটিশ জারি করে জানাল স্কুল সার্ভিস কমিশন।

কমিশনের নোটিশে জানানো হয়, দ্রুত প্রকাশিত হবে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে এই নিয়োগ হবে। শূন্য পদ, পরীক্ষার তারিখ, শিক্ষক মনোনয়ন পদ্ধতি-সহ বিশদ বিবরণ জানানো হবে ওই বিজ্ঞপ্তিতে।

notice 1

প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের পাশাপাশি আরও একটি নোটিশে সহকারী শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়োগের কথাও জানিয়েছে কমিশন। তাঁদের নিয়োগ করা হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুলে। নিয়োগের জন্য আবেদন, কী ভাবে, কবে তা জমা দিতে হবে, কী ভাবে, কোন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা হবে, কাউন্সেলিংই বা কী ভাবে হবে, সে সব বিষয়গুলি জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তিতে।

notice 2

প্রসঙ্গত, ২০১৬ সালের পর থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ হয়নি। এরই মধ্যে বেশ কিছু দিন ধরেই শিক্ষক নিয়োগ ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি পরীক্ষার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তাঁদের আশ্বাস দিয়ে বলেছিলেন, শীঘ্রই নিয়োগ হবে। এর পরই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে জারি করা হল এই নোটিশ।

দীর্ঘ সময় ধরে যতবারই শিক্ষক নিয়োগের চেষ্টা হয়েছে, কোনো না কোনো দুর্নীতির অভিযোগে বা মামলার গেরোয় তা আটকে গিয়েছে। এ দিন তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির দিনই বড়ো ঘোষণা করল শিক্ষা দফতর।

আরও পড়তে পারেন:

দুর্গাপুজোকে স্বীকৃতির অনুষ্ঠানে আমন্ত্রিত নয় রাজ্যেরই কেউ, অমিত শাহের অনুষ্ঠান ঘিরে বিতর্ক

সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতা, গত ২৪ ঘণ্টায় তিন হাজার সুস্থ

পশ্চিমবঙ্গে বেড়েছে বামেদের প্রভাব? খোঁজ নেবেন অমিত শাহ

ইউক্রেনের মানুষদের দুর্দশা অবিলম্বে শেষ হোক, যৌথ বিবৃতি ভারত আর ফ্রান্সের

শেষ দেখে ছাড়ব, বিজেপি-র অস্বস্তি জিইয়ে রাখলেন অর্জুন সিংহ

বিজ্ঞাপন