গ্রেফতারের পর এসএসকেএমে প্রথম রাত কাটালেন পার্থ চট্টোপাধ্যায়, রয়েছেন স্থিতিশীল

শনিবার রাতে রুটি-সবজি দিয়ে নিরামিষ আহার সারেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

0

কলকাতা: গ্রেফতারের পর এসএসকেম-এ প্রথম রাত কাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতাল জানিয়েছে, তিনি স্থিতিশীল রয়েছেন।

শুক্রবার সকাল থেকে শুরু হয় পার্থকে জিজ্ঞাসাবাদ। এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে সহযোগিতা না করার কারণ দেখিয়ে মন্ত্রীকে গ্রেফতার করে ইডি। শনিবার বিকেলে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে তাঁর আইনজীবী জানান, শুক্রবারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। আইনজীবীদের পার্থবাবু বলেন, তাঁর গা, হাত ও পা ব্যথা করছে। বুকেও ব্যথা অনুভব করেন। এরপরেই চিকিৎসার জন্য তাঁর আইনজীবীরা আদালতে পিটিশন জমা দেন। এসএসকেম-এ ভর্তি হওয়া নিয়ে ইডি ভিন্নমত প্রকাশ করলেও আদালতের নির্দেশে তিনি সেখানেই ভর্তি হন।

ইডির আইনজীবীরা বলেন, এসএসকেএমে নয়, কেন্দ্রীয় সরকারের হাসপাতালেই মন্ত্রীকে ভর্তি হতে হবে। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায় আদালতে। আইনি কার্যকলাপ মেটানোর পর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পার্থবাবুকে আদালত থেকে বের করে নিয়ে যান ইডির আধিকারিকরা। রাত আটটা নাগাদ এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তিনি আইসিইউ-১৮-য় ভর্তি হন। পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় রাতে পার্থবাবুকে হৃদরোগ বিভাগের এক নম্বর কেবিনে সরানো হয়।

ভর্তি হওয়ার পর হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর ইসিজিতে কিছু ত্রুটি ধরা পড়েছে। তা ছাড়া তিনি সুগার, প্রেসারের রোগী। ভুগছেন কিডনির সমস্যাতেও। তবে প্রেশার ঠিক ছিল। তবে দেহের ক্রিয়েটিনিনের পরিমাণ ছিল ২.৫। রবিবার তাঁর আরও কিছু পরীক্ষা করা হবে।

তাঁকে নজর রেখেছেন ছয় সদস্যের মেডিক্যাল টিম। বিশেষজ্ঞ দলে রয়েছেন কার্ডিওলডি, বক্ষ, অর্থপেডিক, নেফ্রোলজি , মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে রুটি-সবজি দিয়ে নিরামিষ আহার সারেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়তে পারেন:

এসএসকেএম-এর আইসিসিইউতে পার্থ, অর্পিতাকে গ্রেফতার করল ইডি

পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে ‘টাকার পাহাড়’, ৪০টি ট্রাঙ্কে ভরে কোথায় নিয়ে যাওয়া হল

‘রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে’, বিদায়ী ভাষণে বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

ইডিকে চালাচ্ছে বিজেপি, পার্থর গ্রেফতারের পর প্রথম সাংবাদিক বৈঠকে তৃণমূল

গ্রেফতার মন্ত্রী, ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা! ২০২৪-এ মমতার পথের কাঁটা?

তিনিও রাজ্যপাল! আকাশপথে গুরুতর অসুস্থ সহযাত্রীর প্রাণ বাঁচিয়ে হাসি ফোটালেন সবার মুখে

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন