পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য দফতরের উদ্যোগে কলকাতার এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে ওয়াটার এটিএম। হাসপাতালের মেইন বিল্ডিঙের এর পাশেই তৈরি হচ্ছে ওয়াটার এটিএম। জোরকদমে কাজ চলছে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ওয়াটার এটিএমের ঘর। এখন চলছে এটিএম মেশিন বসানোর কাজ।
এসএসকেএম হাসপাতালের এমএসভিপি করবী বড়াল বলেন “দীর্ঘদিন ধরে হাসপাতালে পানীয় জলের সমস্যা ছিল। এ বিষয়ে আনেক আগেই কলকাতা পুরসভাকে আমরা লিখিত ভাবে জানিয়েছিলাম। এছাড়া হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে জানানো হয়েছিল। পুজোর আগেই এই ওয়াটার এটিএম চালু হবে’’।
তিনি আরও বলেন, এই ওয়াটার এটিএম থেকে ২ টাকার বিনিময়ে ১ লিটার জল পাবে রোগী ও তার পরিবার। সাথে জলের বোতল না থাকলে নতুন বোতলের জন্য আলাদা টাকা দিতে হবে। বাইরে দোকান থেকে ১ লিটার জল কিনতে যেখানে ২০ টাকা লাগে, সেখানে ওয়াটার এটিএমে মাত্র ২ টাকায় ১ লিটার জল পাওয়া যাবে। এই জল বিঞ্জানসম্মত ভাবে পরীক্ষিত এবং পরিশোধিত, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সব মেডিকেল কলেজগুলিতেই মোট ৫০ টি ওয়াটার এটিএম বসাবে জনস্বাস্থ্য দপ্তর।