Homeখবররাজ্যশিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করল রাজ্য সরকার

শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করল রাজ্য সরকার

প্রকাশিত

কলকাতা: আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে গোটা রাজ্য উত্তাল। এই আবহে রাজ্য সরকার আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠান এবার বাতিল করা হল। রাজ্য শিক্ষা দফতরের সূত্রের খবর, ওই অনুষ্ঠান পরে কোনো সময়ে অনুষ্ঠিত হবে।

প্রতি বছর রাজ্য সরকার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজন করে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের উদ্দেশে ভাষণ দেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অন্যান্য মন্ত্রী, দফতরের আধিকারিকরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জয় ওই অনুষ্ঠানে কিছু শিক্ষককে ‘শিক্ষা রত্ন’ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

রাজ্য সরকারের এক প্রবীণ আধিকারিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সঙ্গে কথা বলার সময় বলেন, “প্রত্যেক বছরের মতো এ বছরেও ঠিক ছিল ৫ সেপ্টেম্বর অনুষ্ঠান হবে। কিন্তু গত শনিবার আমরা জানতে পারি অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজঁ (এএসএল) মিটিং হবে না এবং আমরা নিশ্চিত করি যে অনুষ্ঠান বাতিল হচ্ছে।”

শিক্ষা দফতরের এক প্রবীণ আধিকারিক বলেন, “আমরা জানি, এই সময়ে পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় কী ধরনের আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে দফতরের পক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা খুব বিপজ্জনক। শহরের নাগরিক সমাজ এখন প্রতিবাদের মুডে রয়েছে…।” তিনি জানান, “এর পরিবর্তে বৃহস্পতিবার বিকাশ ভবনে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে।”  

আরও পড়ুন  

আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বুধবার রাতে কলকাতা-সহ গোটা রাজ্য পথে

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আকাশবাণী-দূরদর্শনের প্রবাদপ্রতিম সংবাদপাঠক ছন্দা সেন প্রয়াত

কলকাতা: প্রয়াত হলেন প্রবাদপ্রতিম সংবাদপাঠক ছন্দা সেন। বুধবার রাত আড়াইটে নাগাদ এসএসকেএম হাসপাতালে মারা...

ভাদ্র সংক্রান্তির অরন্ধন উৎসবে ইলিশের ঘাটতির শঙ্কা, আবহাওয়ার কারণে চিন্তায় মৎস্যজীবীরা

ভাদ্র মাসের সংক্রান্তির অরন্ধন উৎসবে ইলিশের চাহিদা তুঙ্গে থাকলেও, আবহাওয়ার প্রভাবে সমুদ্রে মাছ ধরতে না পারায় ইলিশের জোগানে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। নিম্নচাপের কারণে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি রয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?