কলকাতা: আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে গোটা রাজ্য উত্তাল। এই আবহে রাজ্য সরকার আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠান এবার বাতিল করা হল। রাজ্য শিক্ষা দফতরের সূত্রের খবর, ওই অনুষ্ঠান পরে কোনো সময়ে অনুষ্ঠিত হবে।
প্রতি বছর রাজ্য সরকার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজন করে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের উদ্দেশে ভাষণ দেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অন্যান্য মন্ত্রী, দফতরের আধিকারিকরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জয় ওই অনুষ্ঠানে কিছু শিক্ষককে ‘শিক্ষা রত্ন’ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।
রাজ্য সরকারের এক প্রবীণ আধিকারিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সঙ্গে কথা বলার সময় বলেন, “প্রত্যেক বছরের মতো এ বছরেও ঠিক ছিল ৫ সেপ্টেম্বর অনুষ্ঠান হবে। কিন্তু গত শনিবার আমরা জানতে পারি অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজঁ (এএসএল) মিটিং হবে না এবং আমরা নিশ্চিত করি যে অনুষ্ঠান বাতিল হচ্ছে।”
শিক্ষা দফতরের এক প্রবীণ আধিকারিক বলেন, “আমরা জানি, এই সময়ে পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় কী ধরনের আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে দফতরের পক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা খুব বিপজ্জনক। শহরের নাগরিক সমাজ এখন প্রতিবাদের মুডে রয়েছে…।” তিনি জানান, “এর পরিবর্তে বৃহস্পতিবার বিকাশ ভবনে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে।”
আরও পড়ুন
আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বুধবার রাতে কলকাতা-সহ গোটা রাজ্য পথে