Connect with us

ফিরে দেখা ২০১৭

পুজোর আগেই ডিএ-র সম্ভাবনা, প্রাথমিক তৎপরতা প্রশাসনে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:  চলতি বছরের জানুয়ারি মাসে ১০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাও সামগ্রিক ভাবে এখনও ৫৪% মহার্ঘ ভাতা বাকি। তবে প্রশাসনের অন্দরে যা গুঞ্জন, তাতে কর্মচারীরা অনেকেই আশায় বুক বাঁধছেন। আশা, পুজোর আগেই এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার।

আরও পড়ুন: এখনই নয়, ষষ্ঠ রাজ্য বেতন কমিশনের সুপারিশ হতে পারে লোকসভা ভোটের আগে: বিশেষ রিপোর্ট

পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মহার্ঘ ভাতা নিয়ে হাইকোর্টে যে মামলা করেছে, তার গত শুনানিতে আদালত খানিকটা কর্মচারীদের পক্ষেই কথা বলেছে। হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে কর্মচারীদের কত শতাংশ ডিএ বাকি। আগামী ১০ আগস্ট মামলার ফের শুনানি। সরকারি কর্মচারীদের একটা বড়ো অংশ আশা করছেন বা মনে করছেন, ওই দিন বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে রাজ্য সরকারকে কোনো নির্দেশ দিতে পারে আদালত।

দেখে নিন তৃণমূল কংগ্রেস জমানায় কোন বছর কত শতাংশ মহার্ঘ ভাতা পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা

অন্য দিকে রাজ্য সরকারের অর্থ দফতরের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, পুজোর আগে কিছু মহার্ঘ ভাতা দেওয়া যায় কি না, তা নিয়ে অর্থ দফতরের কাছে খোঁজ নিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর।

রাজ্য সরকার যদি পুজোর আগে ডিএ দেয়, তবে তা কোনো ভাবেই ১২ শতাংশর বেশি হবে না, এমনই খবর অর্থ দফতর সূত্রে।

আদালতের পদক্ষেপ ও প্রশাসনের অন্দরের এই গুঞ্জন আশা জাগাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মনে। চলতি মাসেই তৃণমূল কংগ্রেস সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন বকেয়া ডিএ-র দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। পুজোর আগে আগস্ট মাসে বকেয়া ডিএ-র ১০ থেকে ১৫% কর্মচারীদের দেওয়ার জন্য ওই সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছে। তৃণমূলের সংগঠনের ওই আর্জিও অনেকটা ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: সার্ভিস বুকের দিন শেষ, কর্মসংস্কৃতি ফেরাতে সরকারি কর্মচারীদের জন্য কর্পোরেট পরিচালন ব্যবস্থা আনছে রাজ্য

সব মিলিয়ে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সমতা আনতে চাইলে এখনই ৪০% ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্ট কী নির্দেশ দেয়, তার ওপর অনেকটাই নির্ভর করবে, তবে রাজ্য সরকার যদি পুজোর আগে ডিএ দেয়, তবে তা কোনো ভাবেই ১২ শতাংশর বেশি হবে না, এমনই খবর অর্থ দফতর সূত্রে। রাজ্য সরকারের বর্তমান আর্থিক অবস্থায় সরকারি কর্মচারীদের পুজোর আগে ডিএ দেওয়াও যথেষ্ট চাপের ব্যাপার, তবে কর্মচারীদের কথা ভেবেই এই বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে রাজ্য।

ক্রিকেট

২০১৭-য় মোট ১০টি রেকর্ড করেছেন বিরাট কোহলি, জানেন কি সবগুলো?

ওয়েবডেস্ক: বছরের শেষটায় বিশাল বৈভবময় বিয়ে করে সংবাদের শিরোনামে ছিলেন বেশ কয়েকদিন ধরে। কিন্তু গোটা বছরটা বিরাট কোহলিকে শিরোনামে রেখেছিল তাঁর ব্যাট। সেটা স্রেফ ব্যাটসম্যান হিসেবেই হোক কিংবা অধিনায়ক-ব্যাটসম্যান হিসেবে। সব ফর্ম্যাট মিলিয়ে এ বছর মোট ২৮১৮ রান করেছেন বিরাট। সঙ্গে তিনটি দ্বিশত রান। সব মিলিয়ে গড়েছেন-ভেঙেছেন ১০টি রেকর্ড। কী সেগুলো? চলুন দেখে নিই।

  •  ২৪৩– শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ২৪৩ রানের ইনিংসটি খেলে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলার নজির গড়েছেন বিরাট। এক্ষেত্রে অবশ্য নিজের রেকর্ডটাই ভেঙেছেন তিনি। ২০১৬-য় ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫ রান করেছিলেন কোহলি।
  •  – অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি দ্বিশত রানের রেকর্ড গড়লেন বিরাট(৬)। এর আগে এই রেকর্ড ছিল ব্রায়ান লারার(৫)।
  • ১২– শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪৩ রানের ইনিংসটি খেলার সঙ্গে সঙ্গে নিজের সর্বোচ্চ রানকে এই নিয়ে ১২ বার টপকে গেলেন বিরাট। যা একটি বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল একজন ভারতীয়েরই। দিলীপ বেঙ্গসরকর নিজের সর্বোচ্চ রানের ইনিংসকে টপকে ছিলেন ১১ বার।
  • – এর আগে ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি দ্বিশত রানের রেকর্ড ছিল শচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহওয়াগের(৬)। দ্বিশত রানের সংখ্যায় তাঁদের এ বছর ছুঁয়ে ফেললেন বিরাট। তাঁদের পেরিয়ে রেকর্ডটা নিজের একার নামে করে নেওয়াটা কেবল সময়ের অপেক্ষা।
  • – ২০১৭-য় টেস্ট ক্রিকেটে ১০৫৯ রান করলেন বিরাট। কিন্তু ১০০০-এর বেশি রান করাটা বড়ো কথা নয়। বড়ো কথা হল, বিরাট হলেন প্রথম ভারত অধিনায়ক, যিনি পরপর দুই বছরে টেস্টে ১০০০-এর বেশি রান করলেন।
  • – বিরাট হলেন প্রথম ব্যাটসম্যান যিনি পরপর দুটি বছরে তিন বা তার বেশি সংখ্যক দ্বিশত রান করলেন। এ বছরের মতো গত বছরও বিরাট ৩টি ডবল সেঞ্চুরি করেছিলেন।
  • ৬১০– শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে মোট ৬১০ রান করেন বিরাট। যা একটি রেকর্ড। এর আগে কোনো ভারতীয় ব্যাটসম্যান তিন টেস্টের সিরিজে এত রান করেননি। বিরাট ভাঙলেন শহওয়াগের রেকর্ড। ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে ৫৪৪ রান করেছিলেন বিরু।
  • ৬২– দিল্লির ফিরোজ শাহ কোটলায় ২৪৩ রানের ইনিংসটি খেলে ৬২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কোহলি। এর আগে কোটলায় কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৩০(অপরাজিত)। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বের্ট সাটক্লিফ ওই ইনিংসটি খেলেছিলেন।
  • – ২০১৭ সালে কোহলিই একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্ট ও ওয়ান ডে, দুই ফর্ম্যাটেই ১০০০-এর বেশি রান করেছেন।
  • – শেষে একটা তথ্য না দিলেই নয়। এ বছর ওয়ান ডে-তে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট(১৪৬০)। সবচেয়ে বেশি বলও খেলেছেন তিনি(১৪৭৩)। এবং হ্যাঁ। ২০১৭ সালে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি চারও মেরেছেন তিনি(১৩৬টি বাউন্ডারি)।

 

Continue Reading

ফিরে দেখা ২০১৭

জানেন কি এ বছর বিশ্বের কোন কোন দেশে সমলিঙ্গ বিবাহ আইনি স্বীকৃতি পেল?

ওয়েবডেস্ক : প্রথম শুরু হয়েছিল ২০০০ সালে। নেদারল্যান্ড পথ দেখিয়েছিল। তার পর কেটে গিয়েছে ১৭টি বছর। পথ খুব একটা মসৃণ ছিল না। তবুও বাধা পেরিয়ে এক এক করে ২৬-এ পা। ২০১৭ সালেই এই ক্লাবে ঢূকে পড়েছে তিনটি দেশ। এ পর্যন্ত মোট ২৬টি দেশ সমলিঙ্গ বিবাহকে আইনত স্বীকৃতি দিয়েছে।

এ বছর শেষ যে দেশটা এই তালিকায় ঢুকেছে সেটি হল অস্ট্রেলিয়া। চলতি মাসের সাত তারিখে এ দেশে সমলিঙ্গ বিবাহকে আইনত স্বীকৃতি দেওয়া হল। ১৫০টি আসনের মধ্যে মাত্র চারটি আসন এই সিদ্ধান্তের বিরোধিতা করে। জাতীয় স্তরে টানা দু’বছর ধরে সার্ভে করার পর আবশেষে এই সিদ্ধান্ত।

তা ছাড়া চলতি বছরে অস্ট্রেলিয়া ছাড়াও মাল্টা ও জার্মানিতেও এই বিয়েকে আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে।

জুনে জার্মানিতে আর জুলাই মাসে মাল্টায় এই বিবাহ স্বীকৃত হয়। মাল্টা হল ইউরোপিয়ান ইউনিয়ানের ১৫তম সদস্য।

পেও রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী সমলিঙ্গ বিবাহ স্বীকৃত হয়েছে বিশ্বের মোট ২৬টি দেশে।

তবে অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত সমলিঙ্গ বিবাহ সম্পন্ন হয়নি। নতুন বছর পড়ার আগে তেমন কোনো সম্ভাবনাও নেই। ঠিক হয়েছে, অস্ট্রেলিয়ায় সমলিঙ্গ বিয়ের অন্তত ২৮ দিন আগে নোটিশ দিতে হবে।

মজার ব্যাপার ২০০১ সালেই আমেরিকায় এই বিবাহের বিরোধিতা করেছিল দেশের ৫৭% মানুষই। সেখানে ২০১৫ সালে সে দেশে আইনত স্বীকৃতি পায় এই বিয়ে। পেও রিসার্চ সেন্টারের তথ্য বলছে, বর্তমানে দেশের ৬২% মানুষ এই বিয়ের পক্ষে। এ ছাড়াও

এখনও পর্যন্ত যে সব দেশে সমলিঙ্গ বিবাহ স্বীকৃত সেগুলি হল,

দেশ সাল
নেদারল্যান্ড ২০০০
বেলজিয়াম ২০০৩
কানাডা ২০০৫
স্পেন ২০০৫
দক্ষিণ আফ্রিকা ২০০৬
নরওয়ে ২০০৮
সুইডেন ২০০৯
আইসল্যান্ড ২০১০
পর্তুগাল ২০১০
আর্জেন্টিনা ২০১০
ডেনমার্ক ২০১২
উরুগুয়ে ২০১৩
নিউজিল্যান্ড ২০১৩
ফ্রান্স ২০১৩
ব্রাজিল ২০১৩
ইংল্যন্ড অ্যন্ড ওয়েলস ২০১৩
স্কটল্যান্ড ২০১৪
লাক্সেমবার্গ ২০১৪
ফিনল্যান্ড ২০১৫
আয়ারল্যান্ড ২০১৫
গ্রিনল্যান্ড ২০১৫
যুক্তরাষ্ট্র ২০১৫
কলোম্বিয়া ২০১৬
জার্মানি ২০১৭
মাল্টা ২০১৭
অস্ট্রেলিয়া ২০১৭

 

Continue Reading

ফিরে দেখা ২০১৭

ট্রাম্প মানেই বিতর্ক, হুঙ্কারময় উত্তর কোরিয়া আর আইসিস হানার বছরে জন্ম নতুন মহাদেশের

১) মুসলিম দেশের ওপরে নিষেধাজ্ঞা, মেক্সিকো দেওয়াল, জেরুজালেমকে নীতি, গদিতে বসেই ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্ত

দেশ জুড়ে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভের মধ্যেই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে মার্কিন মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। এবং বসেই নিলেন একাধিক বিতর্কিত সিদ্ধান্ত। প্রথমে ট্রাম্পের অভিবাসন নীতির কোপে পড়ল সাতটি মুসলিম-প্রধান দেশ, ইরাক, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন ও সিরিয়া। ঘরে-বাইরে সমালোচিত হলেও নিজের সিদ্ধান্ত থেকে খুব একটা সরে আসেননি ট্রাম্প। দেড় মাস পর নতুন সিদ্ধান্তে ইরাক বাদে বাকি ছ’টি দেশের ওপরে তাঁর নিষেধাজ্ঞা বহাল রাখেন তিনি। সেপ্টেম্বরে এই নিষেধাজ্ঞা সংক্রান্ত আরও একটি নির্দেশিকা। সেখানে ঢোকে আরও তিনটে দেশ, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা এবং চাদ।

বিতর্ক হয়েছে ট্রাম্পের মেক্সিকো নীতি নিয়েও। নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলা হবে। সেই মতো কাজ করলেন তিনি। সিদ্ধান্ত নিলেন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে দেওয়াল তোলার।

তবে বছরের থেকে বিতর্কিত সিদ্ধান্তটি ট্রাম্প নিয়েছেন জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে। ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যাবতীয় গণ্ডগোল এই জেরুজালেমকে ঘিরে। ইজরায়েল-পালেস্তাইন মনে করে জেরুসালেম তাদের। ইজরায়েলের রাজধানী হিসেবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত তেল আভিভ। আন্তর্জাতিক মহল, এমনকি নিজের মিত্র দেশের সতর্কতা উপেক্ষা করেই জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই সিদ্ধান্তের ফলে পশ্চিম এশিয়ায় নতুন করে ঝামেলা শুরু হওয়ার আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়ন, রাষ্ট্রপুঞ্জ এবং আরব দেশগুলি।

২) আইসিস হানায় ত্রস্ত বিশ্ব

আগের বছরের মতো এ বারও জঙ্গি সংগঠন আইএসের হানায় ত্রস্ত হল বিশ্ব। বছরের প্রথম দিনই হামলা হয় ইস্তানবুলের একটি নাইট ক্লাবে। বন্দুকবাজের গুলিতে প্রাণ হারান ৩৯ জন। ব্রিটেনের ক্ষেত্রে ২০১৭টি বড়ো আতঙ্কের। মার্চে শুরু হয়েছিল লন্ডনের ওয়েস্টমিনিস্টার হামলা দিয়ে। ঘটনায় মৃত্যু হয় পাঁচ জনের। এর এক মাস মরেই ম্যানচেস্টার এরিনায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ২২ জনের। ঘটনায় আহত হন আড়াইশো জন। এর সপ্তাহ দুয়েকের মধ্যেই আবার হামলা। এ বার হামলা হয় লন্ডন ব্রিজে। ঘটনায় প্রাণ হারান ৮ জন।

ব্রিটেনের পরে চোখ রাখা যেতে পারে স্পেনের দিকে। আগস্টে ট্রাক-হামলা হয় বার্সেলোনায়। ভিড়ের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে পিষে দিয়ে চলে যায় একটি ট্রাক। ঘটনায় মৃত্যু হয় তেরো জনের। বার্সেলোনায় হামলার ঘন্টা পাঁচেকের মধ্যেই হামলা হয়ে স্পেনের আর এক শহর আম্ব্রিসে। সেখানে মৃত্যু হয় পাঁচ জনের।

বার্সেলোনার ধাঁচেই ট্রাক হামলা হয়ে নিউ ইয়র্কের ম্যানহ্যাটানেও। ঘটনায় মৃত্যু হয় ৮ জনের। ৯/১১-এর পরে এটিই নিউইয়র্কে সব থেকে বড়ো জঙ্গি হামলা।

৩) মেক্সিকো, ইরানে ভূমিকম্প

বিজ্ঞানীদের দাবি, অন্যান্য বছরের তুলনায় ২০১৭-তে অনেক কম ভূমিকম্প হয়েছে বিশ্বে। এটা যেমন ঠিক, তেমন এটাও ঠিক যে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকো, ইরান এবং ইরাক। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে দুটি ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে মেক্সিকো। প্রথমটির তীব্রতা ছিল ৮.২, পরেরটি ৭.১। প্রথমটি হয়েছিল মেক্সিকোর দক্ষিণে চিয়াপাস উপকূলের কাছে সমুদ্রের মধ্যে। পরেরটি হয়েছিল রাজধানী মেক্সিকো সিটির কাছে। প্রথম ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি হলেও কেন্দ্রস্থল সমুদ্রে হওয়ায় মৃত্যু হয়েছিল ৯৮ জনের। পরেরটিতে মৃত্যু হয় সাড়ে তিনশো মানুষের। শুধুমাত্র রাজধানী শহরে মৃত্যু হয়ে প্রায় ২৩০ জনের।

তবে মৃত্যুর দিক থেকে বছরের ভয়ংকরতম ভূমিকম্পটি হয়েছিল ইরান-ইরাক সীমান্তে। প্রায় সাড়ে পাঁচশো মানুষের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পের ফলে, শুধুমাত্র ইরানের মৃত্যু হয়েছিল পাঁচশোর বেশি মানুষের।

৪) যুক্তরাষ্ট্র জুড়ে তাণ্ডব বন্দুকবাজের

মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দুক-নীতি খুবই ঠুনকো। সেই নিয়মকে কাজে লাগিয়ে সারা বছর ধরে যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়ে গেল বন্দুকবাজরা। সব থেকে ভয়ংকর ঘটনাটি ঘটেছিল গত অক্টোবরে লাস ভেগাসের একটি নাইট ক্লাবে। সেখানে বন্দুকবাজের গুলিতে লুটিয়ে পড়েন ৫৮ জন, আহত হন অন্তত পাঁচশো। ভয়াবহতার নিরিখে এর পরেই থাকবে টেক্সাসের একটি গির্জায় বন্দুকবাজের হামলায় নিহত হন ২৬ জন। এ ছাড়াও বন্দুকবাজের হামলা হয়েছে কোলোরাদোর একটি শপিং মলে এবং উত্তর ক্যালিফোর্নিয়ায়। দু’টি ঘটনায় মৃত্যু হয়েছে যথাক্রমে তিন এবং চার জনের।  জুনে ফ্লোরিডাতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয় পাঁচ জনের। এই ফ্লোরিডাতেই বছরের শুরুতেই বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। সেখানেও পাঁচ জন গুলিতে লুটিয়ে পড়েন।

৫) যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া চাপানউতোর তুঙ্গে

মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে বরাবরই চাপানউতোর ছিল। ট্রাম্প গদিতে বসার পর সেই ঝগড়া আরও বেড়ে গেল। ডোনাল্ড ট্রাম্প-কিম জন উনের ঝগড়ায় ত্রস্ত হয়ে উঠল বিশ্ব। একটার পর একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আমেরিকা এবং সেই সঙ্গে গোটা বিশ্বের টেনশন বাড়িয়ে তুলল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ওপরে নিষেধাজ্ঞার মাত্রা বাড়ানো, দেশটাকে সন্ত্রাসের পৃষ্টপোষক ঘোষণা করা, কী করেননি ট্রাম্প। তবুও উত্তর কোরিয়াকে দমানো যায়নি। শেষে উত্তর কোরিয়াকে থামানোর জন্য তার দুই মিত্র দেশ চিন এবং রাশিয়ার শরণাপন্নও হতে হয়েছে ট্রাম্পকে।

এই চাপানউতোর তো কমবেই না, বরং আগামী কয়েক বছরে আরও বাড়ারই সম্ভাবনা।

৬) জিম্বাবোয়েতে শেষ মুগাবে যুগ

mugabeস্বাধীনতা সংগ্রামী হিসেবে হয়ে উঠেছিলেন মানুষের নয়নের মণি। কিন্তু দীর্ঘ ৩৭ বছর ক্ষমতায় থেকে ধীরে ধীরে মানুষের ক্ষোভের কারণ হয়ে উঠেছিলেন তিনি। মুদ্রাস্ফীতি, দুর্নীতিতে জেরবার হচ্ছিল জিম্বাবোয়ে। এই সব কারণে অভ্যুথান করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে সেনা। মুগাবেকে নিরাপদে রেখেই তার বিশ্বস্ত কয়েক জন গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় সেনা। মুগাবে বুঝতে পারেন, তাঁর গদি টলমল। তাঁকে সরে যাওয়ার পরামর্শ দেয় নিজের দলই। অবশেষে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন মুগাবে। জিম্বাবোয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এমার্সন নাঙ্গাগওয়া। বিশ্বের ইতিহাসে রক্তহীন অভ্যুথান করার জন্য জিম্বাবোয়ের সেনার প্রশংসা প্রাপ্য।

৭) স্পেন থেকে আলাদা হওয়ার জন্য ঐতিহাসিক গণভোট কাতালোনিয়ায়

স্পেন থেকে আলদা হয়ে স্বাধীন রাষ্ট্রের দাবিতে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হল কাতালোনিয়ায়। কাতালোনিয়ার প্রধান শহর বার্সেলোনা। নতুন রাষ্ট্রে কাতালোনিয়ার পক্ষে ভোট পড়ে প্রায় ৯০ শতাংশ। মাত্র দশ শতাংশ মানুষ স্পেনেই থেকে যেতে চেয়েছিলেন। এই গণভোটের পরেই স্পেন সরকার বিশাল আকারে ধরপাকড় শুরু করে। শুরু থেকেই তারা এই গণভোটকে অবৈধ ঘোষণা করেছিল।

৮) রোহিঙ্গা ইস্যু

মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের বিতাড়িত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এই ইস্যুটা নতুন মাত্রা পেল এ বছর আগস্টে। ২৫ আগস্ট মায়ানমারের নিরাপত্তাবাহিনীর ওপরে হামলা চালায় রোহিঙ্গাদের একটি জঙ্গি সংগঠন। ঘটনায় মৃত্যু হয় নিরাপত্তাবাহিনীর বারোজন জওয়ানের। এর পালটা হিসেবে নিরপরাধ রোহিঙ্গা মুসলিমদের ওপরে আক্রমণ শুরু করে মায়ানমার সেনা। স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের নিয়ে রোহিঙ্গা মুসলিমদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেয় মায়ানমার সেনা। উপায়ন্তর না দেখে দলে দলে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে চলে যেতে শুরু করে।

দলে দলে রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করলেও অসহায় অবস্থা হয় বাংলাদেশের। রাষ্ট্রপুঞ্জের খবর বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় চার লক্ষ রোহিঙ্গা শরণার্থী। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বিদ্রুপের শিকার হন মায়ানমারের নেত্রী তথা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আন সান সু কি। তাঁর নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। জাত হিসেবে রোহিঙ্গাদের মুছে দেওয়ার অভিযোগ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের প্রধান। মায়ানমার সেনার গুলিতে অসংখ্য রোহিঙ্গার মৃত্যু হয়েছে। যদিও অনেকাংশেই তথ্য গোপন করেছে মায়ানমার সেনা। অভিযোগ, পরিস্থিতি যাচাইয়ের জন্য মায়ানমারে যেতে চাইলেও মানবাধিকার কর্মীদের সে দেশের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

৯) পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফের অপসারণ

পানামা পেপারে নাম জড়িয়ে যাওয়ায় এমনিতেই গদি টলমল ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। এ বছর জুলাইয়ে তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করে সে দেশের সুপ্রিম কোর্ট। পাশাপাশি নির্দেশ দেয় আগামী পাঁচ বছর নির্বাচনে লড়তে পারবেন না তিনি।

বিপুল অঙ্কের বেনামী সম্পত্তি রাখার অভিযোগে শরিফ এবং তাঁর তিন সন্তানের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শরিফের পাশাপাশি মন্ত্রিত্বপদ খোয়ান পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দারও। শরিফ বরখাস্ত হওয়ায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হন শাহীদ খাকান আব্বাসি।

১০) জিল্যান্ডিয়া, বিশ্বের অষ্টম মহাদেশ

কোন মহাদেশের অন্তর্গত দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড? এই প্রশ্ন করা হলে বিশ্বের প্রায় প্রত্যেক মানুষই বলবেন ওসেনিয়া। বিজ্ঞানের নতুন আবিষ্কার কিন্তু সেই তত্ত্বকে খারিজ করে দিল। একটি গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটি নতুন মহাদেশের। বিশ্বের অষ্টম এই মহাদেশের নাম জিল্যান্ডিয়া। তিন লক্ষ বর্গ মাইল আয়তনের এই মহাদেশের প্রায় ৯৪ শতাংশ রয়েছে প্রশান্ত মহাসাগরের তলায়। নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরের আরও একটি দ্বীপ রাষ্ট্র নিউক্যালেডোনিয়া, এই মহাদেশটির বাকি ছ’শতাংশ জায়গার অধিকারী।

Continue Reading
Advertisement

বিশেষ প্রতিবেদন

Advertisement
manyata dutt
বিনোদন55 mins ago

আমরা জানি, আমরাই জয়ী হব, যেমন সবসময় হয়েছি! বললেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা

অনুষ্ঠান2 hours ago

‘এএস ইভেন্ট ‘-এর আয়োজন ট্যালেন্ট হান্ট ‘লকডাউন সুপার কিডস ২০২০’, দেখা যাবে অনলাইনে

রাজ্য2 hours ago

রাজ্যে নতুন কোভিড-আক্রান্তের সংখ্যায় বজায় রইল স্থিতিশীলতা, আরও বাড়ল সুস্থতার হার

দেশ2 hours ago

কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী করোনা পজিটিভ

শিক্ষা ও কেরিয়ার3 hours ago

উচ্চ মাধ্যমিকের পরে : গ্রাফিক ডিজাইনের অনলাইন ফ্রি কোর্স, পর্ব ১

দঃ ২৪ পরগনা3 hours ago

রাতের অন্ধকারে সারমেয়কে কোপ ধারালো অস্ত্রের, অভিযোগ জয়নগর থানায়

শিল্প-বাণিজ্য4 hours ago

আধার লিঙ্ক থাকলে এ বার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টেও ঢুকবে সরকারি ভরতুকি

দেশ4 hours ago

কাশ্মীর প্রশ্নে বিরোধ, ঋণ আর তেল, পাকিস্তানকে দু’টোই দেওয়া বন্ধ করল সৌদি

কেনাকাটা

কেনাকাটা6 days ago

ঘর ও রান্নাঘরের সরঞ্জাম কিনতে চান? অ্যামাজন প্রাইম ডিলে রয়েছে ৫০% পর্যন্ত ছাড়

খবরঅনলাইন ডেস্ক : অ্যামাজন প্রাইম ডিলে রয়েছে ঘর আর রান্না ঘরের একাধিক সামগ্রিতে প্রচুর ছাড়। এই সেলে পাওয়া যাচ্ছে ওয়াটার...

কেনাকাটা6 days ago

এই ১০টির মধ্যে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি প্রাইম ডে সেলে কিনতে পারেন

খবরঅনলাইন ডেস্ক : চলছে অ্যামাজনের প্রাইমডে সেল। প্রচুর সামগ্রীর ওপর রয়েছে অনেক ছাড়। ৬ ও ৭  তারিখ চলবে এই সেল।...

কেনাকাটা7 days ago

শুরু হল অ্যামাজন প্রাইম ডে সেল, জেনে নিন কোন জিনিসে কত ছাড়

খবরঅনলাইন ডেস্: শুরু হল অ্যামাজন প্রাইম ডে সেল। চলবে ২ দিন। চলতি মাসের ৬ ও ৭ তারিখ থাকছে এই অফার।...

things things
কেনাকাটা2 weeks ago

করোনা আতঙ্ক? ঘরে বাইরে এই ১০টি জিনিস আপনাকে সুবিধে দেবেই দেবে

খবরঅনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে ঘরে এবং বাইরে নানাবিধ সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে। আগামী বেশ কয়েক মাস এই নিয়মই অব্যাহত...

কেনাকাটা2 weeks ago

মশার জ্বালায় জেরবার? এই ১৪টি যন্ত্র রুখে দিতে পারে মশাকে

খবরঅনলাইন ডেস্ক: একে করোনা তায় আবার ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এই সময় প্রতি বারই মশার উৎপাত খুবই বাড়ে। এই বারেও...

rakhi rakhi
কেনাকাটা3 weeks ago

লকডাউন! রাখির দারুণ এই উপহারগুলি কিন্তু বাড়ি বসেই কিনতে পারেন

সামনেই রাখি। কিন্তু লকডাউনের মধ্যে মনের মতো উপহার কেনা একটা বড়ো ঝক্কি। কিন্তু সেই সমস্যা সমাধান করতে পারে অ্যামাজন। অ্যামাজনের...

কেনাকাটা3 weeks ago

অনলাইনে পড়াশুনা চলছে? ল্যাপটপ কিনবেন? দেখে নিন ৪০ হাজার টাকার নীচে ৬টি ল্যাপটপ

ইনটেল প্রসেসর সহ কোন ল্যাপটপ আপনার অনলাইন পড়াশুনার কাজে লাগবে জেনে নিন।

কেনাকাটা3 weeks ago

করোনা-কালে ঘরে রাখতে পারেন ডিজিটাল অক্সিমিটার, এই ১০টির মধ্যে থেকে একটি বেছে নিতে পারেন

শরীরে অক্সিজেনের মাত্রা বুঝতে সাহায্য করে এই অক্সিমিটার।

কেনাকাটা4 weeks ago

লকডাউনে সামনেই রাখি, কোথা থেকে কিনবেন? অ্যামাজন দিচ্ছে দারুণ গিফট কম্বো অফার

খবরঅনলাইন ডেস্ক : সামনেই রাখি। কিন্তু লকডাউনের মধ্যে দোকানে গিয়ে রাখি, উপহার কেনা খুবই সমস্যার কথা। কিন্তু তা হলে উপায়...

laptop laptop
কেনাকাটা4 weeks ago

ল্যাপটপ কিনবেন? দেখে নিন ২৫ হাজার টাকার মধ্যে এই ৫টি ল্যাপটপ

খবরঅনলাইন ডেস্ক : কোভিভ ১৯ অতিমারির প্রকোপে বিশ্ব জুড়ে চলছে লকডাউন ও ওয়ার্ক ফ্রম হোম। অনেকেই অফিস থেকে ল্যাপটপ পেয়েছেন।...

নজরে

Click To Expand