শীতের মরসুমে পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সিকিমের গ্যাংটক পুলিশ পর্যটক পরিবহণকারী গাড়িগুলির জন্য কড়া নিয়ম চালু করেছে। তুষারাবৃত রাস্তায় যেকোনও ধরনের দুর্ঘটনা এড়াতে গাড়িতে বরফ সরানোর সামগ্রী, যেমন বেলচা, ও চাকার সঙ্গে বাঁধার শিকল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে গাড়ির চালকদের জন্য নতুন নির্দেশিকায় বলা হয়েছে, শীতের তুষারাবৃত রাস্তায় গাড়ি পিছলে যাওয়ার প্রবণতা কমাতে চাকার সঙ্গে শিকল বাঁধা প্রয়োজন। পাশাপাশি, শেরথাং চেক পোস্টে নাথু লার দিকে যাওয়া প্রতিটি গাড়ি নিয়ম মানছে কি না তা খতিয়ে দেখা হবে।
গাড়িগুলির সময়সূচির উপরেও জারি হয়েছে কড়া নজরদারি। নিয়ম অনুযায়ী, পর্যটকদের গাড়িকে সকাল সাড়ে ১০টার আগে তিন মাইল চেক পোস্ট পার করতে হবে এবং বিকেল ৫টার মধ্যে ফিরে আসতে হবে।
গ্যাংটক পুলিশের এই পদক্ষেপ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা। অতীতে সিকিমে তুষারাবৃত পথে গাড়ি পিছলে দুর্ঘটনা ও পর্যটকদের আটকে পড়ার ঘটনা বহুবার ঘটেছে। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এ বার আরও সতর্ক হল প্রশাসন।