bankura school
ভেঙে পড়েছে ছাদ। পাশের ঘরেই রয়েছে খুদেরা।
indrani
ইন্দ্রাণী সেন

বাঁকুড়া: জীবনের ঝুঁকি নিয়েই চলছে পঠনপাঠন। স্কুলবাড়ির ভাঙা ছাদ দিয়ে পড়ছে জল। কখনও আবার বৃষ্টির মধ্যেই ভিজে বই খাতা নিয়ে চলছে পঠনপাঠন। এমনটাই চোখে পড়বে বাঁকুড়ার রাইপুরের উপরবাঁন্দা প্রাথমিক বিদ্যালয়ে। রাইপুর ব্লক অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয়টি। প্রায় একশোজন পড়ুয়া নিয়ে দু’জন শিক্ষক এই ভাবেই এক প্রকার বাধ্য হয়েই স্কুল চালাছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ভাবেই স্কুল চলছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। দিনের পর দিন ঝুঁকি নিয়েই পড়াশোনা করছে পড়ুয়ারা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে, সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ওই স্কুলেরই শিক্ষক চক্রধারী কুণ্ডু বলেন, “আমি নতুন এসেছি। আগে যিনি হেড মাস্টারমশাই ছিলেন সেই সময় থেকেই এই অবস্থা। এই বছরই আবার বৃষ্টিতে স্কুলের ছাদ ভেঙে পড়েছে। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেই আমাদের স্কুল চালাতে হচ্ছে।” স্কুলের এই দুরবস্থার কথা এসআই ও স্থানীয় বিডিওকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ ভাবেই চলছে পঠনপাঠন

এই বিষয়ে স্থানীয় অবর বিদ্যালয় পরিদর্শক বলেন বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

ছবি: নিজস্ব চিত্র

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here