হাওড়া: প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করেছিল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ‘নিয়মশৃঙ্খলা ভঙ্গ’ করার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার তিনি যোগ দিতে চলেছেন তৃণমূলে।
বিতর্কিত মন্তব্যের জেরে দলের তরফে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর সুরজিৎ বলেছিলেন, যদি সত্যিই শুভেন্দুর জন্য তাঁকে দল থেকে বহিষ্কৃত হতে হয়, তা হলে তিনি আইনি পথ ধরবেন। তিনি ২৪ ঘণ্টা রাজনীতি করেন। বিজেপি ছাড়া অন্য কোথাও তিনি যাবেন না। যদিও কয়েক সপ্তাহের ব্যবধানে নিজের অবস্থান পরিবর্তন করেছেন সুরজিৎ। জানিয়েছেন, নিজের অনুগামীদের নিয়ে তিনি তৃণমূলে যোগ দেবেন। সব কিছু ঠিকঠাক চললে আগামীকাল তৃণমূলের এসএসি-এসটি সেলের একটি অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন তাঁরা। হাওড়ার শরৎ সদনে ওই অনুষ্ঠান হওয়ার কথা।
মাসখানেক আগে পুরসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি হাওড়ায় একটি কমিটি গড়েন শুভেন্দু। তা নিয়েই ক্ষুব্ধ হন ওই বিজেপি নেতা। তিনি বলেছিলেন, “শুভেন্দু অধিকারীর কাছ থেকে কোনো বিজেপি কর্মীকে সার্টিফিকেট নিতে হবে না। উনি তো মাসছয়েক আগে বিজেপিতে এসেছেন। আমি ২৮ বছর বিজেপি করছি। ফলে তাঁকেই প্রমাণ করতে হবে, তিনি সৎ কি না”! শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, “নারদাতে ওঁকে যে টাকা নিতে দেখা গিয়েছে তাতে উনি সৎ কি না, এই প্রশ্নটা জনগণ থেকে দলের কার্যকর্তা সকলের মধ্যে তৈরি হয়েছে। উনি আমাদের বিরুদ্ধে আঙুল তুলবেন এটা জেলা সভাপতি হিসাবে মেনে নেব না”।
সুরজিৎকে নিয়ে নরম মনোভাব দেখানো হচ্ছে শাসক দলের তরফেও। শোনা যাচ্ছে, রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেবেন সুরজিৎ। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে মন্ত্রী জানিয়েছেন, তৃণমূলে সুরজিতের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই। আগে অনেকেই তৃণমূলের বিরুদ্ধে অনেক কথাই বলেছিলেন। এখন তাঁদের অনেকেই নিজেদের ভুল বুঝতে পারছেন। সুরজিতও বুঝতে পেরেছেন, বাংলার উন্নয়ন এই একটাই দল করছে। যে কারণে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগ দিতে চেয়েছেন।
আরও পড়তে পারেন:
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, কলকাতা পুরভোটে কোনো স্থগিতাদেশ নয়
দেশে সক্রিয় রোগী নামল ৮৭ হাজারে, টেস্ট বাড়ার ফলে কিছুটা বাড়ল সংক্রমণ
দার্জিলিং ৫ ডিগ্রি, শান্তিনিকেতনে ১০ ডিগ্রি, পশ্চিমবঙ্গ জুড়ে শীতের দাপট বাড়ল
সেনার সঙ্গে পূর্ণ অসহযোগিতার ডাক দিলেন নাগাল্যান্ডের মন জেলার বাসিন্দারা