রাজ্য
‘এক সঙ্গে কাজ করা অসম্ভব’, সৌগত রায়কে ‘বার্তা’ শুভেন্দু অধিকারীর
“এক সঙ্গে কাজ করা সম্ভব নয়”, জানালেন শুভেন্দু অধিকারী।

খবর অনলাইন ডেস্ক: নিজের অবস্থানেই অনড় রইলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, “এক সঙ্গে কাজ করা অসম্ভব” বলে প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়কে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে দিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে কথা বলেন শুভেন্দু। উত্তর কলকাতার একটি বাড়িতে ঘণ্টা দুয়েক ধরে বৈঠক চলে। এর পরই তৃণমূলের তরফে দাবি করা হয়, দলেই থাকছেন তিনি।
তবে বুধবার বেলা ১১.৪৫টা নাগাদ হোয়াটসঅ্যাপে নিজের অবস্থানের কথা সৌগতের কাছে পৌঁছে দেন শুভেন্দু।
সূত্রের খবর, শুভেন্দু প্রবীণ সাংসদ সৌগতকে হোয়াটসঅ্যাপে লিখেছেন, তাঁর সঙ্গে যে আলোচনা হয়েছে সেটা একেবারেই ব্যক্তিগত স্তরে। কিন্তু সেই আলোচনার কথাও সংবাদ মাধ্যমের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। ৬ ডিসেম্বর সাংবাদিক বৈঠকের কথা ছিল। তার আগেই সব কিছু জানিয়ে দেওয়া হল। তাঁর বক্তব্যের কোনো সমাধান হয়নি। এ ভাবে এক সঙ্গে থেকে কাজ করা অসম্ভব নয়। তাঁকে যেন ক্ষমা করে দেওয়া হয়।
গতকালের বৈঠকের পর সৌগত দাবি করেন, “সমস্যা মিটে গিয়েছে। শুভেন্দু জানিয়েছে, বিজেপিতে যাবেন না, তিনি তৃণমূলেই রয়েছেন। দু’-এক দিনের মধ্যেই সাংবাদিক বৈঠক করে শুভেন্দু নিজেই সব কথা জানাবেন”।
এর পরই মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭ ডিসেম্বরের সভায় শুভেন্দুর উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়ে যায়। তৃণমূলের তরফে ধরে নেওয়া হয় মমতার সভায় উপস্থিত থাকছেন শুভেন্দু। কিন্তু তাঁর অনুগামীরা দাবি করেন, প্রাক্তন মন্ত্রী নিজে থেকে গতকালের বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
এমনটাও জানা যায়, গতকাল বৈঠক চলাকালীন সৌগতর ফোন থেকে দলনেত্রীর সঙ্গে কথাও বলেন শুভেন্দু। তবে শুভেন্দুর এ দিনের বার্তার পর স্পষ্ট, বরফ এখনও গলেনি!
আরও পড়তে পারেন: শুভেন্দু অধিকারী ‘মত’ বদলালে তাঁর সিদ্ধান্ত: সৌগত রায়
রাজ্য
নির্বাচনে জেতার জন্য তৃণমূল, বামফ্রন্ট বহিরাগতদের উপর নির্ভরশীল: অমিত শাহ
২ মে সরকার তৈরির পরে সীমানার ও পার থেকে পাখিও এ পারে আসতে পারবে না, দাবি অমিত শাহের।

খবর অনলাইন ডেস্ক: ‘বহিরাগত’ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি কংগ্রেস, বামফ্রন্টকেও এক হাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার জলপাইগুড়ির নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ (Amit Shah)। বলেন, “নির্বাচন জেতার জন্য তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেস বহিরাগতদের উপর নির্ভরশীল”।
অমিত শাহ বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহিরাগত বলে অভিহিত করেছেন। তবে মমতার দল-ই বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটের উপর নির্ভর করে।
তাঁর প্রশ্ন, “আমি কি বহিরাগত? আমি কি দেশের নাগরিক নই? দিদি, দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত হিসাবে অভিহিত করছেন”।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান ‘খুব অল্প’। আমি দিদির কাছে জানতে চাই, কে বহিরাগত? কম্যুনিস্টদের আদর্শ চিন ও রাশিয়া থেকে আমদানি করেছে। কংগ্রেসের নেতৃত্বও বাইরে থেকে… ইতালি থেকে। এবং তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কও অবৈধ অভিবাসীদের উপর নির্ভরশীল”।
তিনি জোরের সঙ্গে দাবি করেন, তিনি এ দেশেই জন্মেছেন। এ দেশেই তিনি ছাই হয়ে যাবেন। ফলে কী করে তাঁকে বহিরাগত বলছেন মমতা?
পঞ্চম দফার ভোটের আগে আরও এক বার অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ বলেন, “স্থানীয় মানুষ অনুপ্রবেশ থেকে মুক্তি চাইছে। অনুপ্রবেশকারীদের কংগ্রেস-বাম-তৃণমূল তাড়াতে পারবে না। এরাই কংগ্রেস-বাম-তৃণমূলের ভোটব্যাঙ্ক। স্থানীয় যুবকদের রোজগার ছিনিয়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। বাংলার গরিব মানুষের চালে ভাগ বসাচ্ছে তারা। ২ মে সরকার তৈরির পরে সীমানার ও পার থেকে পাখিও এ পারে আসতে পারবে না”।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন মমতা। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, “এই ভোট আমার পদত্যাগের জন্য নয়, আপনার”!
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: এ বার অনুব্রত মণ্ডলকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের
রাজ্য
Bengal Polls 2021: এ বার অনুব্রত মণ্ডলকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের
কী বলেছিলেন নিত্যনতুন সংলাপের প্রবক্তা অনুব্রত মণ্ডল?

খবর অনলাইন ডেস্ক: এ বার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-কে শোকজ করল নির্বাচন কমিশন (EC)। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
অভিযোগ, গেরুয়া শিবিরের উপর চাপ বাড়াতে অনুব্রতবাবু স্লোগান হেঁকেছিলেন, “ভয়ঙ্কর খেলা হবে, বিজেপিকে ঠেঙিয়ে পগার পার”। এ ধরনের মন্তব্যকে ‘প্ররোচনামূলক’ বলে দাবি নির্বাচন কমিশনের অ্যাপে অভিযোগ জমা পড়ে। অনুব্রতর কাছে নিজের মন্তব্যের ব্য়াখ্যা চেয়ে কারণ দর্শাতে বলেছে কমিশন।
জানা গিয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতেই অনুব্রতর বিরুদ্ধে এই পদক্ষেপ। মঙ্গলবার রাত ১১টার মধ্যে জবাব তলব করা হয়েছে। জবাব না মিললে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন।
অনুব্রত অবশ্য কমিশনের জবাব তলব প্রসঙ্গে বলেছেন, “পগারপার শব্দের মানেই জানে না কমিশন”। সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি আরও বলেন, “খেলা হবে বলে কী ভুল বলেছি। ক্রিকেট ব্যাট দিচ্ছি, ফুটবল দিচ্ছি, এগুলোও তো খেলা। এখনও বলছি খেলা হবে। নরেন্দ্র মোদী, নাড্ডাসাহেবরাও তো বলছেন খেলা হবে”।
এ দিনই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। গত ২৯ মার্চ একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তবে শুভেন্দুর মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ হিসেবে অভিহিত করে সতর্ক করে দেওয়া হয়েছে তাঁকে। একই সঙ্গে শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)-কে নোটিশ দিয়েছে কমিশন। বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)-র প্রচারেও ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারির পর অনুব্রত কমিশনের উদ্দেশে তোপ দেগে বলেছিলেন, “অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছে কমিশন। দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে দেখতেই পাচ্ছে না”।
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে এ বার দিলীপ ঘোষকে নোটিশ নির্বাচন কমিশনের
রাজ্য
Bengal Polls 2021: শুভেন্দু অধিকারীকে সতর্ক করল নির্বাচন কমিশন
মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা। শুভেন্দু অধিকারীকে শুধুই সতর্কীকরণ!

নয়াদিল্লি: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সতর্ক করে দিল নির্বাচন কমিশন। গত ২৯ মার্চ একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তবে শুভেন্দুর মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ হিসেবে অভিহিত করা হলেও এ যাত্রায় তাঁকে শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে।
গত ২৯ মার্চ নন্দীগ্রামের এক সভায় শুভেন্দু বলেন, “এক দিকে আমাদের বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে রয়েছে আপনাদের পরিবারের ছেলে। এখন বলুন, আপনারা কাকে ভোট দেবেন? বেগমকে নাকি আপনাদের ছেলেকে? বেগমকে ভোট দিল এখানে মিনি পাকিস্তান হবে”।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ৮ এপ্রিল তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। পরের দিন ওই নোটিশের জবাব দেন শুভেন্দু। তাতে সন্তুষ্ট নয় কমিশন। নোটিশে পরামর্শ দেওয়া হয়েছে, শুভেন্দু যেন নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন।
কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, আদর্শ আচরণবিধির প্রথম অংশের ২ এবং ৩ ধারা লঙ্ঘনের জন্য নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে গত ৮ এপ্রিল নোটিশ দেওয়া হয়েছিল।
সেই চিঠির জবাবও দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অভিপ্রায় তাঁর নেই। তাঁর কোনো মন্তব্যে কেউ কোনো ভাবে আঘাত পান সেটা তিনি চান না। গণতন্ত্র ও নির্বাচন কমিশনের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাশীল তিনি। তবে ওই চিঠি পাওয়ার পর কমিশন সন্তুষ্ট নয়। তাঁকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিশন।
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে এ বার দিলীপ ঘোষকে নোটিশ নির্বাচন কমিশনের
-
ধর্মকর্ম2 days ago
অন্নপূর্ণাপুজো: উত্তর কলকাতার পালবাড়ি ও বালিগঞ্জের ঘোষবাড়িতে চলছে জোর প্রস্তুতি
-
ভিডিও2 days ago
Bengal Polls 2021: বিধাননগরে মুখোমুখি টক্কর সুজিত বসু-সব্যসাচী দত্তর, ময়দানে জোট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়
-
প্রবন্ধ1 day ago
First Man In Space: ইউরি গাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর আজ, জেনে নিন কিছু আকর্ষণীয় তথ্য
-
ক্রিকেট20 hours ago
IPL 2021: কাজে এল না সঞ্জু স্যামসনের মহাকাব্যিক শতরান, পঞ্জাবের কাছে হারল রাজস্থান