খবর অনলাইনডেস্ক: অনশন চালিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হওয়া চিকিৎসকদের তালিকা ক্রমশ বাড়ছে। এবার সেই তালিকায় যোগ হলেন জুনিয়র ডাক্তার তনয়া পাঁজা।
সোমবার সকাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। তবু ‘আমরণ অনশন’ চালিয়ে যেতে চেয়েছিলেন তনয়া। রাতে অনশন মঞ্চের পাশের শৌচালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যান কলকাতা মেডিক্যাল কলেজের ওই জুনিয়র ডাক্তার। তার পরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তনয়া কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি (নাক, কান, গলা সংক্রান্ত) বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক।
আন্দোলনকারী চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, তনয়ার রক্তচাপ কমে ৮৬/৬২ হয়ে গিয়েছে। সোমবার রাতে কয়েকজন ধরে ধরে তাঁকে মঞ্চের কাছে শৌচালয়ে নিয়ে যাচ্ছিলেন। সেখানেই তিনি মাথা ঘুরে পড়ে যান বলে খবর। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে।
গত ৫ অক্টোবর ধর্মতলায় ১০ দফা দাবিতে ‘আমরণ অনশন’-এ বসেন ছয় জুনিয়র ডাক্তার। তাঁদের মধ্যে ছিলেন তনয়াও। পরের দিন, ৬ অক্টোবর তাঁদের সঙ্গে অনশনে যোগ দেন আরজি কর হাসপাতালের চিকিৎসক অনিকেত মাহাতো। পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ‘আমরণ অনশন’-এ বসেন আরও দুই চিকিৎসক। ১১ অক্টোবর ধর্মতলায় অনশনে বসেন আরও দুই জুনিয়র ডাক্তার। ১৪ অক্টোবর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনে বসেন আর এক জুনিয়র ডাক্তার।
ইতিমধ্যে ধর্মতলার অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন অনিকেত এবং অনুষ্টুপ মুখোপাধ্যায়। রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন আর এক অনশনকারী জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। তাঁরা তিন জনেই হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনকারী অলক বর্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র ডাক্তার তনয়া। সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়া চিকিৎসকদের সংখ্যা দাঁড়াল ৫।