ওয়েবডেস্ক: তৃণমূল ভবনের বৈঠকের পর বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তের অপসারণ না কি শুধুমাত্র সময়ের অপেক্ষা! এ দিনের বৈঠকে সমস্ত তৃণমূল কাউন্সিলারই সব্যসাচীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ায় সাময়িক ভাবে মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস চট্টোপাধ্যায়ের হাতে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে গুরুত্ব দিতে নারাজ খোদ সব্যসাচী।
রবিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূল ভবনের বৈঠকে হাজির ছিলেন বিধাননগর পুরসভার ৩৬ জন কাউন্সিলার। তাঁরা প্রত্যেকেই মেয়র হিসাবে সব্যসাচী দত্তের বিরোধিতা করেছেন বলে দলীয় সূত্রে খবর। এর পরই পর্যবেক্ষকের দায়িত্বে থাকা পুরমন্ত্রী দলের শৃঙ্খলারক্ষা কমিটির হাতে পুরো বিষয়টি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে বাড়তি দায়িত্ব দেওয়া হয়।
জানা গিয়েছে, আগামী সোমবারই মেয়র পারিষদদের নিয়ে বৈঠকে বসছেন তাপস। পুরসভার যাবতীয় দায়িত্ব সাময়িক ভাবে এখন তাঁরই হাতে।
এ দিন বৈঠকের শুরুতেই আমন্ত্রণ না-পাওয়া সব্যসাচী সংবাদ মাধ্যমের কাছে ঘুরিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেন। তিনি বলেন, “আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দেখানো পথেই আমরা হেঁটেছি। সিঙ্গুরের আন্দোলন ছিল কৃষকদের স্বার্থে। তিনিই বলেছেন মানুষের পাশে থাকতে। তাই তাঁর কথা মতোই কাজ করেছি”।
বৈঠকের শেষ হওয়ার পর নিজের প্রতিক্রিয়া দিতে চাননি সব্যসাচী। তিনি বলেন, “শোনা কথায় কান দেব না”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।