Connect with us

রাজ্য

আচমকা শীত উধাও হওয়ার আশঙ্কা, দক্ষিণবঙ্গে পারদ উঠতে পারে ৩১ ডিগ্রিতে

আগামী এক সপ্তাহ পারদ ক্রমশ বাড়বে।

Published

on

খবরঅনলাইন ডেস্ক: বড়ো দিনের ঠিক আগে আগে শীত পড়েছে দক্ষিণবঙ্গে। এই ইনিংসটা কিন্তু বেশ লম্বাই চলেছে বলে যায়। কিন্তু এ বার শীতের এই ইনিংসে আচমকা ব্রেক লেগে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শীত শুধু উধাওই হবে না, আচমকা বসন্তের আবহাওয়া হাজির হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকেই ব্যাপারটা অনুভূত হতে পারে।

টানা ১৫ দিন লম্বা শীত

এ বছর শীতের ইনিংসটা বেশ লম্বাই চলছে। গত ১৯ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে, অর্থাৎ সাড়ে ১৪ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। তার পর শুধুমাত্র ২৫ ডিসেম্বর বাদে রোজই তাপমাত্রা সাড়ে ১৪ ডিগ্রির নীচে ছিল। এর মধ্যে চারটে দিন পারদ ছিল ১১ ডিগ্রির ঘরে।

Loading videos...

দক্ষিণবঙ্গে শীতের ইতিহাস বলে টানা লম্বা এই ইনিংস খেলে যাওয়াটা সচরাচর হয় না। সাধারণত, পাঁচ দিন টানা শীত থাকলেই পরের দু’তিন দিন পারদ বেড়ে যাওয়াই দস্তুর। এ বার একটু অন্য রকম ব্যাপার হচ্ছে যদিও।

পারদ বাড়বে ক্রমশ

কিন্তু সেই ইনিংসে এ বার ব্রেক পড়তে চলেছে। মঙ্গলবার থেকে সেটা জানান দেবে। বুধবার থেকে পরের তিন চার দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির ঘরে উঠে যেতে পারে। এমনটা হলে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ছিল ৩২-৩৩ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রাও। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রিতে উঠে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, উত্তুরে হাওয়ার গতিরোধ হওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হবে। এই মুহূর্তে উত্তুর ভারতে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হানা দিয়েছে। এর ফলে প্রবল তুষারপাত হচ্ছে কাশ্মীর, লাদাখ, হিমাচল উত্তরাখণ্ড। পাশাপাশি, আরব সাগর থেকে জলীয় বাষ্প এবং পশ্চিম ঝঞ্ঝার সংমিশ্রণে প্রবল বৃষ্টি হচ্ছে উত্তর ভারতের সমতলেও।

এর প্রভাবে এমনিতেই দক্ষিণবঙ্গে আসা উত্তুরে হাওয়া দুর্বল হয়ে গিয়েছে। এর সঙ্গে যোগ হবে বঙ্গোপসাগরে অবস্থানরত একটি উচ্চচাপ বলয়। এর ফলে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকবে জলীয় বাষ্প। উত্তুরে হাওয়ার বদলে হালকা দখিনা হাওয়াও দিতে পারে। এর ফলে আগামী কয়েক দিন দুপুরের দিকে হালকা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরু থেকে ফের পারদ কমবে বলে আশা করা যায়।

সোমবারের তাপমাত্রা

এ দিন কলকাতায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটি স্বাভাবিক হলেও ২৪ ডিসেম্বরের পর এটা ছিল সব থেকে বেশি তাপমাত্রা। যদিও জেলায় জেলায় শীতের দাপট এখনও অব্যাহত রয়েছে। কলকাতার উপকণ্ঠে দমদমে এ দিন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি এবং ব্যারাকপুরে ১১.১ ডিগ্রি।

দক্ষিণবঙ্গে এ দিন শীতলতম স্থান ছিল কৃষ্ণনগর। সেখানে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। এর পরেই রয়েছে কাঁথি। উপকূলের এই শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে পুরুলিয়া, পানাগড়-সহ পশ্চিমাঞ্চলের সর্বত্র তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে রেকর্ড করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীত ক্রমশ কমলেও উত্তরবঙ্গে শীত যেমন চলছে, তেমনই চলবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ, সমতলে পারদ থাকবে ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির ঘরে এবং পাহাড়ে উচ্চতা অনুযায়ী তা হিমাঙ্ক থেকে ৭ ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করতে পারে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খবরঅনলাইনে আরও পড়তে পারেন

১৮৪ দিন পর কলকাতায় দৈনিক কোভিড সংক্রমণ দুশোর নীচে, ৫ জেলায় সক্রিয় রোগী একশোর কম

রাজ্য

অস্বস্তি বাড়িয়ে রাজ্যে ব্যাপক ভাবে বাড়ল সংক্রমণের হার

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১.৪৮ শতাংশ।

Published

on

খবরঅনলাইন ডেস্ক: টেস্ট কমে গেল অনেকটাই। কিন্তু সংক্রমণ বাড়ল ব্যাপক ভাবে। এর ফলে রাজ্যে একদিনে ব্যাপক ভাবে বাড়ল দৈনিক সংক্রমণের হার। ফলত, করোনা সংক্রান্ত অস্বস্তি বেড়ে গেল কয়েক গুণ। যদিও এ দিনও মোট আক্রান্তের সংখ্যার থেকে বেশিই ছিল সুস্থতার সংখ্যা।

রাজ্যের কোভিড-তথ্য

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন ২১৫ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৭৬ হাজার ৮৩৮ জন।

Loading videos...

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২১ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬৩ হাজার ৪০৩ জন। গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ২৮০ হয়েছে।

রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ৮ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৭.৬৭ শতাংশ।

দৈনিক সংক্রমণের হার অনেকটাই বাড়ল

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪১২টি। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১.৪৮ শতাংশ। রবিবার সংক্রমণের হার ছিল ০.৯২ শতাংশ। ফলে একদিনে যে ভাবে সংক্রমণের হারটি বেড়েছে সেটা রীতিমতো অস্বস্তির।

তবে রাজ্যের সামগ্রিক সংক্রমণের হারও আরও কিছুটা কমেছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৮৭ লক্ষ ১৩ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার রয়েছে ৬.৬২ শতাংশ।

হাসপাতাল শয্যা-তথ্য

সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে বর্তমানে ৫৮ হাসপাতালের ৬,৭৩৬টি শয্যা কোভিডের চিকিৎসার জন্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে ভরতি আছে মাত্র ৩.৭০ শতাংশ বেড।

কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি

কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯ জন, উত্তর ২৪ পরগণায় ৬৩। দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৬৪ এবং ৫৬ জন। উত্তর ২৪ পরগণায় এক জনের মৃত্যু হয়েছে। কলকাতা ছিল মৃত্যুহীন।

কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৯৯১, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৫৮২। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১,২৩৮ জন এবং উত্তর ২৪ পরগণায় ৮৯৯। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,১০২ এবং ২,৫১৪ জনের।

তিন জেলা নতুন সংক্রমণহীন

গত ২৪ ঘণ্টায় রাজ্যের তিন জেলা ছিল নতুন সংক্রমণশূন্য। এই জেলাগুলি হল আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর।

যে যে জেলায় সংক্রমণ এক অঙ্কে ছিল, সেই জেলাগুলি হল কোচবিহার (১), মুর্শিদাবাদ (১), পশ্চিম মেদিনীপুর (১), পূর্ব বর্ধমান (২), জলপাইগুড়ি (৩), উত্তর দিনাজপুর (৩), মালদা (৩), পুরুলিয়া (৩), ঝাড়গ্রাম (৩), হুগলি (৩), বাঁকুড়া (৪), পূর্ব মেদিনীপুর (৪), নদিয়া (৫), বীরভূম (৫), দার্জিলিং (৬), পশ্চিম বর্ধমান (৭), দক্ষিণ ২৪ পরগণা (৮)।

কলকাতা এবং উত্তর ২৪ পরগণা বাদে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র হাওড়ায় (২১) নতুন সংক্রমণ ছিল দুই অঙ্কে।

খবরঅনলাইনে আরও পড়তে পারেন

সোমেন মিত্রের স্ত্রী-পুত্রের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

Continue Reading

রাজ্য

সোমেন মিত্রের স্ত্রী-পুত্রের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

রবিবার রাতে প্রয়াত কংগ্রেস নেতার বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু।

Published

on

খবরঅনলাইন ডেস্ক: প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন মিত্রে শ্রী শিখা মিত্র এবং পুত্র রোহন মিত্রের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রবিবার রাতে প্রয়াত সোমেনবাবুর বাড়িতে হাজির হন শুভেন্দু অধিকারী। তার পর থেকেই শিখাদেবী এবং রোহনকে নিয়ে জল্পনা বেড়ে গিয়েছে।

সূত্রের খবর, আব্বাস সিদ্দিকির আইএসএফের সঙ্গে কংগ্রেসের গাঁটছড়া নিয়ে প্রদেশ ভবনের অচরণে ক্ষুব্ধ শিখা মিত্র এবং রোহন মিত্র। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও যোগাযোগ করেছেন তাঁরা।

Loading videos...

ঘনিষ্ঠমহলে রোহন জানিয়েছেন বুধবার হাইকম্যান্ডের সঙ্গে তাঁদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি ও তাঁর পরিবার যোগাযোগ রাখবেন বলেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন রোহন। সে ক্ষেত্রে তাঁদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা আরও প্রবল বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, বাম-কংগ্রেসের জোটের পক্ষে বরাবরই মত ছিল সোমেন মিত্রের। তবে তাঁর মৃত্যুর পর প্রদেশ কংগ্রেসের সঙ্গে মিত্র পরিবারের দূরত্ব ক্রমশই বাড়ে। সম্প্রতি, আব্বাস সিদ্দিকির সঙ্গে বাম-কংগ্রেসের জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সোমেন মিত্রের স্ত্রী-পুত্র। নাম না করে অধীর চৌধুরী সিদ্ধান্তে আগেও উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁদের। এরই মধ্য়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরই জোর চর্চা শুরু হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে যে বিজেপির পক্ষ থেকে শিখা মিত্রকে প্রয়াত নেতার আসন, চোরঙ্গী থেকে টিকিট দেওয়ার কথা দেওয়া হয়েছে। যদিও পুরো ব্যাপারটাতেই ধোঁয়াশা রয়ে গিয়েছে। সোমবার তৃণমূলের একাধিক হেভিওয়েট বিজেপিতে যোগ দিলেও সেই দলে দেখা যায়নি শিখা-রোহনকে।

খবরঅনলাইনে আরও পড়তে পারেন

মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গি, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য-সহ তৃণমূলের একাধিক হেভিওয়েট বিজেপিতে

Continue Reading

রাজ্য

মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য-সহ তৃণমূলের একাধিক হেভিওয়েট বিজেপিতে

দলবদলের হাওয়ায় এ বার সামিল সিঙ্গুরের বিধায়কও।

Published

on

খবরঅনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী, সিঙ্গুরের বিধায়ক নাম লেখালেন বিজেপিতে। সেই সঙ্গে দলবদলের হাওয়ায় এ বার গা ভাসিয়ে দিলেন খোদ তৃণমূল প্রার্থী। ওই প্রার্থী-সহ তৃণমূলের আরও বিধায়ক, এক জন অভিনেত্রী এবং আরও একাধিক হেভিওয়েট এ দিন গেরুয়া শিবিরে ভিড়েছেন।

বিশ্ব নারী দিবস বলে সোমবার প্রথমে বিজেপিতে যোগ দেন মহিলারা। এই তালিকায় ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, মমতার ছায়াসঙ্গী সোনালী গুহ। এ ছাড়া চাঞ্চল্যকর ভাবে গেরুয়া শিবিরে নাম লিখিয়ে নেন হবিবপুরের তৃণমূল প্রার্থী।

Loading videos...

এর পর যোগ দেন শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। সিঙুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। বসিরহাটের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসও ভিড়ে যান গেরুয়া শিবিরে।  

এ দিনের যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। ছিলেন সব্যসাচী দত্ত। ঘোষকের ভূমিকায় ছিলেন শুভেন্দু অধিকারী। 

তবে মনে করা হচ্ছে যে মালদা জেলা পরিষদটি বিজেপির হাতে এসে গিয়েছে। কারণ ওই জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ-জেলা পরিষদের ১৪ জন সদস্য এ দিন বিজেপিতে যোগ দেন। এর ফলে ৩৮ আসনের জেলা পরিষদের ২৩টি আসন বিজেপির দখলে এল।

খবরঅনলাইনে আরও পড়তে পারেন

সোমেন মিত্রের স্ত্রী-পুত্রের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

Continue Reading
Advertisement
Advertisement
বিদেশ38 mins ago

ব্রিটিশ রাজপরিবারের কিছু সদস্যকে বর্ণবিদ্বেষী বলে চার্লসের পুত্রবধূ মেঘান বললেন, তিনি ‘আর বেঁচে থাকতে চাননি’

ফুটবল2 hours ago

‘সাডেন ডেথ’-এ গোয়াকে হারিয়ে এই প্রথম আইএসএল-এর ফাইনালে মুম্বই

শিক্ষা ও কেরিয়ার3 hours ago

জয়েন্ট এনট্রান্স মেন ২০২১-এর ফেব্রুয়ারি সেশনের ফল প্রকাশিত

কলকাতা4 hours ago

নিউ কয়লাঘাট বিল্ডিং-এ রেলের দফতরে আগুন, ৭ জনের মৃত্যু, ২ জন নিখোঁজ

রাজ্য6 hours ago

অস্বস্তি বাড়িয়ে রাজ্যে ব্যাপক ভাবে বাড়ল সংক্রমণের হার

রাজ্য10 hours ago

সোমেন মিত্রের স্ত্রী-পুত্রের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

রাজ্য10 hours ago

মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য-সহ তৃণমূলের একাধিক হেভিওয়েট বিজেপিতে

দেশ10 hours ago

ধর্ষককে বিয়ে করতে বলেননি, জানিয়ে দিলেন প্রধান বিচারপতির

রাজ্য2 days ago

কেন তড়িঘড়ি প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, সরব পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য

রাজ্য2 days ago

লড়াই মুখোমুখি! নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী

রাজ্য2 days ago

অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ, কলকাতাতেও বাড়ল আক্রান্তের সংখ্যা

রাজ্য2 days ago

বিজেপির ব্রিগেড: বাংলা চায় প্রগতিশীল বাংলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দেশ2 days ago

স্বামী থাকতেও প্রেমিক খুঁজছেন ভারতের বিবাহিত মহিলারা! এটা কি খারাপ খবর?

প্রবন্ধ3 days ago

ভরা ব্রিগেডের জনসভা কি প্রত্যাশা পূরণের কোনো ইঙ্গিত দিতে পারল?

ক্রিকেট2 days ago

ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল ভারত

রাজ্য2 days ago

আজ ব্রিগেডে নরেন্দ্র মোদী, সকাল হতেই ভিড় বিজেপি কর্মী-সমর্থকদের

কেনাকাটা

কেনাকাটা4 weeks ago

সরস্বতী পুজোর পোশাক, ছোটোদের জন্য কালেকশন

খবরঅনলাইন ডেস্ক: সরস্বতী পুজোয় প্রায় সব ছোটো ছেলেমেয়েই হলুদ লাল ও অন্যান্য রঙের শাড়ি, পাঞ্জাবিতে সেজে ওঠে। তাই ছোটোদের জন্য...

কেনাকাটা1 month ago

সরস্বতী পুজো স্পেশাল হলুদ শাড়ির নতুন কালেকশন

খবরঅনলাইন ডেস্ক: সামনেই সরস্বতী পুজো। এই দিন বয়স নির্বিশেষে সবাই হলুদ রঙের পোশাকের প্রতি বেশি আকর্ষিত হয়। তাই হলুদ রঙের...

কেনাকাটা1 month ago

বাসন্তী রঙের পোশাক খুঁজছেন?

খবরঅনলাইন ডেস্ক: সামনেই আসছে সরস্বতী পুজো। সেই দিন হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরার একটা চল রয়েছে অনেকের মধ্যেই। ওই...

কেনাকাটা1 month ago

ঘরদোরের মেকওভার করতে চান? এগুলি খুবই উপযুক্ত

খবরঅনলাইন ডেস্ক: ঘরদোর সব একঘেয়ে লাগছে? মেকওভার করুন সাধ্যের মধ্যে। নাগালের মধ্যে থাকা কয়েকটি আইটেম রইল অ্যামাজন থেকে। প্রতিবেদন লেখার...

কেনাকাটা2 months ago

সিলিকন প্রোডাক্ট রোজের ব্যবহারের জন্য খুবই সুবিধেজনক

খবরঅনলাইন ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী এখন সিলিকনের। এগুলির ব্যবহার যেমন সুবিধের তেমনই পরিষ্কার করাও সহজ। তেমনই কয়েকটি কাজের সামগ্রীর খোঁজ...

কেনাকাটা2 months ago

আরও কয়েকটি ব্র্যান্ডেড মেকআপ সামগ্রী ৯৯ টাকার মধ্যে

খবরঅনলাইন ডেস্ক: আজ রইল আরও কয়েকটি ব্র্যান্ডেড মেকআপ সামগ্রী ৯৯ টাকার মধ্যে অ্যামাজন থেকে। প্রতিবেদন লেখার সময় যে দাম ছিল...

কেনাকাটা2 months ago

রান্নাঘরের এই সামগ্রীগুলি কি আপনার সংগ্রহে আছে?

খবরঅনলাইন ডেস্ক: রান্নাঘরে বাসনপত্রের এমন অনেক সুবিধেজনক কালেকশন আছে যেগুলি থাকলে কাজ অনেক সহজ হয়ে যেতে পারে। এমনকি দেখতেও সুন্দর।...

কেনাকাটা2 months ago

৫০% পর্যন্ত ছাড় রয়েছে এই প্যান্ট্রি আইটেমগুলিতে

খবরঅনলাইন ডেস্ক: দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে বেশ কিছু এখন পাওয়া যাচ্ছে প্রায় ৫০% বা তার বেশি ছাড়ে। তার মধ্যে...

কেনাকাটা2 months ago

ঘরের জন্য কয়েকটি খুবই প্রয়োজনীয় সামগ্রী

খবরঅনলাইন ডেস্ক: নিত্যদিনের প্রয়োজনীয় ও সুবিধাজনক বেশ কয়েকটি সামগ্রীর খোঁজ রইল অ্যামাজন থেকে। প্রতিবেদনটি লেখার সময় যে দাম ছিল তা-ই...

কেনাকাটা2 months ago

৯৯ টাকার মধ্যে ব্র্যান্ডেড মেকআপের সামগ্রী

খবর অনলাইন ডেস্ক : ব্র্যান্ডেড সামগ্রী যদি নাগালের মধ্যে এসে যায় তা হলে তো কোনো কথাই নেই। তেমনই বেশ কিছু...

নজরে