রাজ্য
তিন দিন নিম্নমুখী হওয়ার পর বাড়ল তাপমাত্রা, তাও জোরদার শীত অব্যাহত রাজ্য জুড়ে

ওয়েবডেস্ক: তিন দিন ধরে একটু একটু করে নামছিল সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার তা ফের একবার ঊর্ধ্বমুখী হল। রাজ্যের বাকি জেলায় জোরদার শীত এখনও চললেও কলকাতার তাপমাত্রা এ দিন কিছুটা বেড়েছে।
বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি। গত তিন দিন পারদ ছিল ১৩-এর ঘরে। তবে মাঝ ফেব্রুয়ারিতেও এ রকম তাপমাত্রা যথেষ্ট ঠান্ডারই ইঙ্গিত দেয়।
মজার ব্যাপার হল এ দিন দিল্লির সঙ্গে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় ফারাক ছিল মাত্র দু’দিগ্রির। দিল্লিতে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি।
কলকাতায় পারদ কিছুটা বাড়লেও, রাজ্যের পশ্চিমাঞ্চলে কিন্তু প্রবল শীতের জারিজুরি এখনও রয়েছে। এ দিন পানাগড়ের তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি। একই রকম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীনিকেতনের ক্ষেত্রেও। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম আর পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে এ দিন তাপমাত্রা ১০ থেকে ১২-এর মধ্যে ছিল।
আরও পড়ুন ‘লোক দেখানো!’ হাফিজ সঈদের কারাদণ্ডের প্রতিক্রিয়া দিল ভারত
তবে শীতে এখনও কাঁপছে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি। কোচবিহার আর জলপাইগুড়ির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮-৯ ডিগ্রির মধ্যে। দুই শৈলশহর দার্জিলিং আর কালিম্পংয়ের এ দিন তাপমাত্রা ছিল যথাক্রমে ৬.২ আর ৭.৫ ডিগ্রি।
উত্তরবঙ্গে শীত এখনও বহাল থাকলেও, দক্ষিণবঙ্গে এ বার ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। পাওয়া যাবে বসন্তের ছোঁয়া। শনিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩০-এর ঘরে আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির ঘরে উঠতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা এখনও কিছুটা কম থাকলেও, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে শীতের বিদায় এ বার আসন্ন।
রাজ্য
এক লপ্তে ২৯৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল
কয়েকঘণ্টা পরেই মিলবে যাবতীয় প্রশ্নের উত্তর!

খবর অনলাইন ডেস্ক: আগামী শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক এক সপ্তাহের মাথায় দলের প্রার্থী তালিকা প্রকাশ্যে নিয়ে আসছে রাজ্যের শাসক দল।
গত শুক্রবার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। তার পর থেকেই রাজ্যবাসীর মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। এ দিন জানা যায়, এক সঙ্গে ২৯৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল।
গত সোমবার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে জমা পড়েছে প্রার্থীদের খসড়া তালিকা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদনের পর প্রকাশিত হবে প্রার্থী তালিকা।
বরাবরের মতোই তৃণমূলের এ বারের প্রার্থী তালিকায় থাকতে চলেছে একাধিক চমক। এ বারের প্রার্থী তালিকায় কারা থাকছেন, তা নিয়েই চলছে জোর জল্পনা।
প্রত্যেক বারই অভিনেতা-অভিনেত্রীদের প্রার্থী করে চমক দেয় তৃণমূল। এ বারও সেটা হবে বলেই ধারণা। কারণ দলবদলের আবহে এ বার তৃণমূলে এক ঝাঁক তরুণ অভিনেতা, অভিনেত্রী যোগ দিয়েছেন তৃণমূলে।
[আরও পড়তে পারেন: রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে]
যদিও সব থেকে বড়ো কৌতূহল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই। গত জানুয়ারিতে মমতা নির্বাচনী সভা করতে গিয়ে বলেছিলেন, এ বার তিনি নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন। শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর পরই সেখানে গিয়ে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসেছিলেন তিনি। মমতার এই বার্তার পরেই নন্দীগ্রামের তৃণমূলকর্মীরা স্বাভাবিক ভাবেই উজ্জীবিত হয়ে গিয়েছেন। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও।
নন্দীগ্রাম থেকে তিনি লড়ছেন কিনা প্রার্থী তালিকা প্রকাশের আগে থেকে তা নিয়ে রাজ্য রাজনীতিতে রয়েছে টানটান উত্তেজনা। নন্দীগ্রাম থেকে প্রার্থী হলেও নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেও প্রার্থী হবেন কি না, সেই নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে।
ফলে স্বাভাবিক ভাবেই দলের প্রার্থী তালিকায় যে বেশ কিছু চমক থাকতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
[আরও পড়তে পারেন: বিজেপিকে রুখতে তৃণমূলকে সমর্থন, স্পষ্ট জানালেন তেজস্বী যাদব]
রাজ্য
রাজ্যের নতুন সংক্রমণ গত ৩১ দিনের মধ্যে সর্বোচ্চ, সংক্রমণের হার ফের ১ শতাংশের বেশি
সক্রিয় রোগী কমেছে মাত্র ৮।

খবরঅনলাইন ডেস্ক: উদ্বেগের কারণ কিছু না হলেও রাজ্যের করোনা পরিসংখ্যান ফের কিছুটা অস্বস্তি তৈরি করল। গত ৩১ দিনের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ রেকর্ড করা হল বুধবার। পাশাপাশি সংক্রমণের হার ফের এক শতাংশের ওপরে উঠে গিয়েছে।
রাজ্যের কোভিড-তথ্য
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন ২২৫ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার ৭১২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩১ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬২ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ২৭২ হয়েছে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩ হাজার ২৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ৮ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৭.৬৫ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার অনেকটাই বাড়ল
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৩৩০টি। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১.১০ শতাংশ। তবে একটা ব্যাপার হল মঙ্গলবারের থেকে এই হারটা কিছুটা বাড়লেও সোমবারের (১.১০%) থেকে এটা কমই রয়েছে।
তবে রাজ্যের সামগ্রিক সংক্রমণের হারও আরও কিছুটা কমেছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৮৬ লক্ষ ১৮ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার রয়েছে ৬.৬৮ শতাংশ।
হাসপাতাল শয্যা-তথ্য
সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে বর্তমানে ৬০ হাসপাতালের ৬,৭৩৬টি শয্যা কোভিডের চিকিৎসার জন্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে ভরতি আছে মাত্র ৩.২২ শতাংশ বেড।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
উত্তর ২৪ পরগণায় নতুন সংক্রমণ কিছুটা বাড়লেও, কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা প্রায় একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৭৩ এবং উত্তর ২৪ পরগণায় ৫৭ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৭১ এবং ৬০ জন। উত্তর ২৪ পরগণায় একজনের মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৬২৪, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৩১১। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১,২০৩ জন এবং উত্তর ২৪ পরগণায় ৯৪৩। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,১০২ এবং ২,৫০৯ জনের।
কিছু জেলায় সংক্রমণ ফের বাড়ল
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ যে অনেকটাই বেড়েছে, তার মূল কারণে রয়েছে কয়েকটি জেলা। এই জেলাগুলিতে নতুন সংক্রমণ ফের দুই অঙ্কে উঠে গিয়েছে। জেলাগুলি হল হাওড়া (১৫), দক্ষিণ ২৪ পরগণা (১২) এবং পশ্চিম বর্ধমান (১০)।
যে যে জেলায় সংক্রমণ এক অঙ্কে ছিল, সেই জেলাগুলি হল আলিপুরদুয়ার (১), উত্তর দিনাজপুর (১), মুর্শিদাবাদ (১), ঝাড়গ্রাম (২), মালদা (৩), নদিয়া (৩), বীরভূম (৩), জলপাইগুড়ি (৩), পূর্ব বর্ধমান (৩), পশ্চিম মেদিনীপুর (৪), পূর্ব মেদিনীপুর (৫), দার্জিলিং (৬), বাঁকুড়া (৭), পুরুলিয়া (৮) এবং হুগলি (৮)।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোচবিহার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে নতুন করে কেউ কোভিডে আক্রান্ত হননি।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
সেনসেক্সের লাফ ১,১৪৮ পয়েন্ট, নিফটি ১৫,২৫০-এর কাছে! উত্থানের নেপথ্যে কী কারণ?
রাজ্য
মার্চে ভেল্কি! শিলিগুড়িতে তাপমাত্রা দশের নীচে
আগামী দু’তিন দিনও দশের আশেপাশে থাকতে পারে তাপমাত্রা।

খবরঅনলাইন ডেস্ক: আবহাওয়ার চরম ভেল্কি দেখা গেল উত্তরবঙ্গে। মার্চের তৃতীয় দিন দশের নীচে নেমে গেল শিলিগুড়ির তাপমাত্রা। পড়ছি জলপাইগুড়ি এবং কোচবিহারও এ দিন ভোরে কেঁপেছে হুহু করে। তবে অদ্ভুত ব্যাপার হল এই তিন শহরেই মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির ওপরে ছিল।
এ দিন শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি এবং কোচবিহারে তাপমাত্রা ছিল যথাক্রমে ১০.৫ এবং ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাগুলি স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি কম।
মার্চে এতো কম তাপমাত্রা সাধারণত দেখা যায় না উত্তরবঙ্গের সমতলে। কিন্তু এ বার আচমকা সেটা হয়ে গেল অরুণাচল প্রদেশ এবং ভুটানের কারণে। বর্তমানে তিব্বতে একটি উচ্চচাপ বলয় রয়েছে আর একটি নিম্নচাপ বলয় রয়েছে দার্জিলিং জেলা লাগোয়া বাংলাদেশ-পশ্চিমবঙ্গে। কিছুদিন আগে ভুটান এবং অরুণাচল প্রদেশে বরফ পড়েছে। উচ্চচাপ বলয়টি সেই বরফশীতল কনকনে ঠান্ডা হাওয়া উত্তরবঙ্গের দিকে ঠেলে দিচ্ছে, অপর দিকে নিম্নচাপটি সেই হাওয়াকে টেনে নিচ্ছে।
এর ফলে তীব্র উত্তুরে হাওয়া থাবা বসিয়েছে উত্তরবঙ্গের সমতলে। তার ফলে পারদ এতটা কমে গিয়েছে। এ দিকে শিলিগুড়িতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। ফলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শিলিগুড়িতে পারদ ২১ ডিগ্রিরও বেশি নেমে গিয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহারেও ব্যাপক পারদ-পার্থক্য লক্ষ্য করা গিয়েছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টাতেও সর্বনিম্ন তাপমাত্রা দশের আশেপাশেই থাকতে পারে। ফলে উত্তরবঙ্গে এখনও যথেষ্ট শীত অনুভূত হবে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
অরুণাচলের তুষারপাত প্রভাব ফেলল দক্ষিণবঙ্গের আবহাওয়ায়, বৃহস্পতিবার পারদ নামতে পারে কুড়ির নীচে
-
বিনোদন2 days ago
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?
-
শিক্ষা ও কেরিয়ার3 days ago
৮ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রের এই প্রকল্প, জানুন বিস্তারিত
-
দেশ3 days ago
স্বস্তি দিয়ে দেশে নতুন সংক্রমণ নামল ১৫ হাজারের ঘরে, তবে সক্রিয় রোগীর সংখ্যাও আরও বৃদ্ধি
-
রাজ্য2 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত