ওয়েবডেস্ক: অবশেষে শীত বিদায়ের পালা এসে গেল দক্ষিণবঙ্গ। এবার ক্রমশ বাড়তে শুরু করবে পারদ। তবে উত্তরবঙ্গে এখনও শীত থাকবে।
শনিবার হালকা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলেও, শীত যে ফেরেনি, সেটা সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা দেখেই বোঝা যাচ্ছে। এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি। পশ্চিমাঞ্চলে এখনও পারদ কম থাকলেও, সেখানেও গরম পড়তে শুরু করবে।
বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা জানাচ্ছে বৃহস্পতিবারের পর থেকে পারদ অনেকটাই বেড়ে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৩৫ ডিগ্রিতে। তবে গরম বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
যে কারণে দক্ষিণবঙ্গে পারদ বাড়বে, ঠিক একই কারণে বৃষ্টি নামবে।
ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানাচ্ছেন, এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা হানা দিয়েছে উত্তর ভারতে। এর পেছনেই রয়েছে আরও একটি ঝঞ্ঝা। পর পর দুই ঝঞ্ঝার ফলে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া, ফলে বাড়তে শুরু করবে পারদ।
আবার এই ঝঞ্ঝাটি পূর্ব ভারতের দিকে এগিয়ে এলেই রাজ্যে তৈরি হবে ঝড়বৃষ্টির পরিস্থিতি।
আরও পড়ুন ফের বরফে ঢাকল দার্জিলিং পাহাড়, মরশুমে তৃতীয় বার
সেই জলীয় বাষ্পের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার মিশেলে ঝাড়খণ্ডের ছোটো নাগপুর মালভূমির পরিস্থিতি ঝড়বৃষ্টির অনুকূল হয়ে উঠবে। সামনের রবিবার-সোমবার ঝড়বৃষ্টি হতে পারে।
তবে উত্তরবঙ্গে এখনই গরম পড়ার সময় আসেনি। বরং মাঝেমধ্যেই হালকা বৃষ্টি আবহাওয়াকে মনোরম করে রাখবে।
সপ্তাহের শেষে পাহাড়ে ফের একদফা তুষারপাত-শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।