ওয়েবডেস্ক: মঙ্গলবার সন্ধ্যাতেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে। বুধবার থেকে গরম ক্রমশ বাড়বে। এমনই জানানো হয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার তরফ থেকে।
গত রবিবার প্রবল ঝড়বৃষ্টি হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। সোমবার ঝড় না হলেও, আগের দিনের প্রভাব যথেষ্টই ছিল। সারা দিনই একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল। কিন্তু মঙ্গলবার থেকেই আবার রোদের তাপ মালুম হচ্ছে।
আরও পড়ুন: ভোটের সমীকরণ হঠাৎ ঘুরে গেল পাহাড়ে
গত কয়েকদিন ধরে রাজ্যের ওপরে যে নিম্নচাপ অক্ষরেখাটি ছিল, সেটা উত্তর-পূর্ব ভারতের দিকে সরে যাচ্ছে। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। ফলে বুধবার থেকেই রাজ্যে তাপমাত্রা ক্রমশ বাড়বে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে।
বুধবার থেকে পারদের ঊর্ধ্বমুখী যাত্রা যথেষ্ট গতিময় হবে। শুক্রবারের মধ্যেই কলকাতার পারদ ৩৬-৩৭ ছুঁয়ে ফেলতে পারে। এমনটা হলে বাঁকুড়া-পুরুলিয়ার তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।