JOB FAIR
ছবি প্রতীকী। পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট -এর ওয়েবসাইট থেকে

কলকাতা: ২৭ নভেম্বর থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের অধীনস্ত পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট – ‘জব ফেয়ার’ অনুষ্ঠান। সোমবার দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, নির্দিষ্ট কারণে ওই ‘জব ফেয়ার’ বা ‘চাকরির মেলা’ স্থগিত রাখা হচ্ছে।

আগেই জানানো হয়েছিল, আমন্ত্রণমূলক এই অনুষ্ঠানো যোগ্য প্রার্থীদের সরাসরি চাকরি পাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এমনটাও জানা গিয়েছিল, প্রায় ৫,০০০ কর্মসন্ধানীকে এই মেলা থেকেই সরাসরি নিয়োগ করতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংস্থা স্টল দেবে মেলা প্রাঙ্গণে।

আরও পড়ুন: মোদীকে দিয়ে বাংলায় ৫০০ সভা করাতে পারে বিজেপি, বললেন কলকাতার ভাবী মেয়র

কারিগরি শিক্ষা দফতরের প্রধান সচিব রোশনি সেন সোমবার জানান, দফতরের অধীনে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরাই এই চাকরির মেলায় যোগ দিতে পারতেন। প্রবেশ আমন্ত্রণমূলক ছিল। বর্তমানে বিধানসভা চলছে। তার পাশেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঙ্গলবার থেকে ‘জব ফেয়ার’ হওয়ার কথা ছিল। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে মনে করে আপাতত জব ফেয়ার স্থগিত রাখা হল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here