উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমুলের দাপটে বহু বছরের বাম-মহল ধুলিসাৎ হয়ে গেল জয়নগর ও কুলতলিতে।
আগে বামপন্থী দুই দল এসইউসি এবং সিপিএম একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। তৃণমুলের চাপের মুখে পড়ে এই সব এলাকার বামপন্থীরা ভোটের আগে অলিখিত জোট করে ফেলেন। কিন্তু এ বারে তৃণমুলের ঝড়ে এই সব এলাকায় জোট বেহাল হয়ে গেল।
সব থেকে খারাপ অবস্থা জয়নগর-১ নম্বর ব্লকে। এখানে বিজেপিকে হারিয়ে তৃণমূল জয়ী হয়। এই ব্লকের ৩৮ নম্বর আসনে জয়ী হন তৃণমূলের উৎপল রায় নস্কর। পরাজিত হন বিজেপির দিলীপ সরদার। ৩৯ নম্বর আসনে জয়ী হন তৃণমুলের প্রকাশচন্দ মণ্ডল। পরাজিত হন সুকান্ত মণ্ডল। ৪০ নম্বর আসনে জয়ী হন তৃণমূলের খান জিয়াউল হক, পরাজিত হন গণেশ হালদার। জয়নগর-২ নম্বর ব্লকের ১৩ নম্বর আসনে জয়ী হন তৃণমূলের গতবারের জয়ী লিলুফা সরদার, পরাজিত হন এসইউসির কবিতা সরদার। ১৪ নম্বর আসনে জয়ী হন তৃণমূলের হাসনাবানু সেখ, পরাজিত হন সিপিএমের রূপা হালদার। ১৫ নম্বর আসনে জয়ী হন বিদায়ী জেলাপরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মহামায়া নস্কর, পরাজিত হন বিজেপির মনোরমা মণ্ডল। কুলতলির ১০ নম্বর আসনে জয়ী হন তৃণমূলের গণেশ চন্দ মণ্ডল, পরাজিত হন বিজেপির শক্তিনাথ হালদার। ১১ নম্বর আসনে জয়ী হন তৃণমূলের প্রতিমা কয়াল, পরাজিত হন রীতাবালা সরদার। ১২ নম্বর আসনে তৃণমূলের প্রণতি মাঝি জয়ী ও এসইউসির মাধবী পণ্ডিত পরাজিত হন।
সব মিলিয়ে জয়নগর ও কুলতলির লাল দুর্গে এখন শুধু ঘাস ফুল। চলছে সবুজ আবিরে বিজয় উৎসব।