এ বছর পাহাড়ে নেতাজির জন্মদিন পালন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ বছরও উত্তরবঙ্গ উৎসবের সূচনা হবে মুখ্যমন্ত্রীর হাতে। এই উৎসব শুরু হবে ২২ জানুয়ারি। তার আগের দিন শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী।

0
Mamata Banerjee
ফাইল ছবি

শিলিগুড়ি : চলতি মাসে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ মাসের ২১ তারিখ তিনি শিলিগুড়িতে যেতে পারেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

প্রতিবারের মতো এ বছরও উত্তরবঙ্গ উৎসবের সূচনা হবে মুখ্যমন্ত্রীর হাতে। এই উৎসব শুরু হবে ২২ জানুয়ারি। তার আগের দিন শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওই উৎসবের সূচনার পর বিকালে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি। প্রশাসনিক সূত্রে খবর এ, বছর পাহাড়ের নেতাজির জন্মদিন পালন করবেন তিনি। সেই মতো প্রস্ততিও সারা। যদিও মুখ্যমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি এখনও তৈরি হয়নি। পর্যটনমন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দেব জানান, রবিবার সকালে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।

[আরও পড়ুন :লোকসভা ভোটের আগে উচ্চশ্রেণির জন্য সংরক্ষণে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার]

লোকসভা ভোটের আগে তাঁর এই উত্তরবঙ্গ সফর বেশ গুরুত্বপূর্ণ। দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির দখলে রখেছে। তাই সেখানকার মানুষদের মন জয়ে নতুন কিছু প্রকল্পের ঘোষণা করতে পারেন তিনি।

বিজ্ঞাপন