mandarmani

ওয়েবডেস্ক: মন্দারমণিতে সমুদ্রের তীরে তিনটে মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে এই তিনটে মৃতদেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি দিঘার মোহনা থেকে উদ্ধার হয়েছে একটি ট্রলারের ধ্বংসাবশেষ। মনে করা হচ্ছে এই তিন জনই ওই ট্রলারের মৎস্যজীবী।

এই ট্রলার এবং মৎস্যজীবীরা ওড়িশার। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, দিন কয়েক আগেই ওড়িশার থেকে মৎস্যজীবীদের একটি দল বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে বেশ কয়েকটি ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওড়িশা থেকে এই খবর জানানো হয়েছিল দিঘার প্রশাসনকেও। নিখোঁজ হয়ে যাওয়া ট্রলার ও মৎস্যজীবীদের খোঁজে তল্লাশিও শুরু হয়। ঠিক এর মধ্যেই এ দিন সকালে দিঘার মেরিনা ঘাটে উদ্ধার হয় নিখোঁজ হওয়া ‘মা মনসা’ ট্রলারের ভাঙা অংশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত মৎস্যজীবীরাও ওই ট্রলারেই ছিলেন।

আরও পড়ুন জুটল অনন্য শিরোপা, বামশাসিত কেরলের মুকুটে নতুন পালক

অন্য দিকে কাকদ্বীপে তিনটি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ বেশ কয়েক জন মৎস্যজীবী। যাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here