ওয়েবডেস্ক: যেটার ভয় ছিল, সেটাই হল। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই রাজ্যে শুরু হল পঞ্চায়েত নির্বাচন। সোমবার ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে বুথ দখলের অভিযোগ এসেছে। ইতিমধ্যেই হিংসাত্মক ঘটনায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনাতেই হতাহতের সংখ্যা অধিক। তবে তুলনায় শান্ত বীরভূম।
–ভোটের আগের রাতে কাকদ্বীপে সিপিআইএম কর্মীর বাড়িতে হামলা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু সিপিআইএম কর্মী এবং তাঁর স্ত্রীর। কমিশনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
— ভাঙড়ে আরাবুল ইসলামের বাড়িতে হামলা। অভিযোগ জমি কমিটির বিরুদ্ধে।
— দক্ষিণ দিনাজপুরের তপনে এক তৃণমূল কর্মী খুন।
— কোচবিহারের দিনহাটায় বোমাবাজি।
— দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে আহত তৃণমূল প্রার্থী।
— দেগঙ্গার চাঁপাতলায় কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ, গোয়ালতোড়ের একটি বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ, শান্তিপুরে নির্দল প্রার্থীকে গুলি।
— ব্যারাকপুরের কাছে কিছু বুথ দখল করার অভিযোগ তুলছে বিরোধীরা।
— উত্তর ২৪ পরগণার বাগদায় রবিবার রাতে ১৫ জন দুষ্কৃতী বুথ দখল করে নিয়ে ছাপ্পা ভোট দিয়েছে, অভিযোগ বিরোধীদের।
— তৃণমূল এবং নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের মধ্যে পড়ে কোচবিহারে আহত এক মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
— ভাঙড়ের বিভিন্ন জায়গায় অবরোধ। আরাবুল বাহিনীর সঙ্গে জমি রক্ষা কমিটির সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায়।
— প্রথম ঘণ্টায় ৪.৯ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর।
— এই মুহূর্তে বীরভূমে সামগ্রিক ভাবে বড়ো রকম কোনো অশান্তির খবর নেই।
— উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। তৃণমূল সমর্থক এবং নির্দল প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ।
— উত্তর দিনাজপুরে এখনও পর্যন্ত বড়ো রকমের কোনো অশান্তির খবর নেই।
— বাংলাদেশ থেকে একশোরও বেশি বহিরাগতকে এনে বিজেপি বিরুদ্ধে বাগদার বুথে হামলা চালানোর অভিযোগ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
— পূর্ব বর্ধমানের কালনায় নির্দল প্রার্থীদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
— বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, মূলত দক্ষিণবঙ্গই অশান্ত, উত্তরবঙ্গে ভোট মোটামুটি শান্তিপূর্ণ।
— জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি মাথায় চলছে ভোটগ্রহণ।
— সকাল ন’টা পর্যন্ত ভোট পড়েছে ১২.২ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে বীরভূমে, ১৩.২ শতাংশ।
— কোচবিহারের নাটাবাড়িতে বিজেপির এজেন্টকে চড় মারার অভিযোগ মন্ত্রী রবীন্দ্রনারায়ণ ঘোষের বিরুদ্ধে।
— কাঁথির একটি বুথে ভোটবাক্স লুটের অভিযোগ।
— জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করলেন স্থানীয় বিজেপি নেতা।
— পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ভোটারদের ভোট নিজেই দিয়ে দেওয়ার অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে।
–জলপাইগুড়ির রাজগঞ্জে ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। রাজারহাটে ব্যালট বাক্সে জল ঢালা হল।
— পাঁশকুড়ায় বিভিন্ন বুথে সশস্ত্র দুষ্কৃতিদের দাপাদাপি।
— ভাঙড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কমিশনের। রাজ্যের রিপোর্ট তলব।
— কোচবিহারে মন্ত্রীর চড় মারার ঘটনাতেও রিপোর্ট তলব কমিশনের।
— কোচবিহারে নির্বাচন সম্পর্কিত সংঘর্ষে কুড়ি জন আহত হয়েছেন।
— দিনহাটার একটি বুথে সকাল আটটার মধ্যেই ১০০ শতাংশ ভোট হয়ে যাওয়ার খবর।
–আলিপুরদুয়ারের বীরপাড়ায় তৃণমূল এবং বিরোধীদের সংঘর্ষ।
#WATCH: Alleged TMC workers barring voters from entering Booth No. 14/79 in Birpara. #WestBengal #PanchayatElections pic.twitter.com/S3OR83QfHp
— ANI (@ANI) May 14, 2018
— মালদার বিভিন্ন জায়গায় তৃণমূল এবং কংগ্রেসের সংঘর্ষ।
— এখনও থমথমে ভাঙড়। অবরুদ্ধ রাস্তা।
— কেশপুরে বোমাবাজি, তীরবিদ্ধ কিশোরী।
— বীরভূমের মহম্মদ বাজারে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ।
— হাড়োয়ার গোপালপুরে অবাধে ছাপ্পা দেওয়ার অভিযোগ।
— হুগলির খানাকুলে তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ।
–তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ। গ্রেফতার ১৬ অভিযুক্ত।
–হুগলির কানাইপুরে বাইক বাহিনীর দাপট।
— ধুগুড়িতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ। আহত ৮।
–শান্তিপুরে প্রতিরোধ গ্রামবাসীদের। জ্বলল ১১টা বাইক।
— কেশপুরের পুকুরে উদ্ধার বোমা। উত্তর ২৪ পরগণার আমডাঙায় উদ্ধার ৬০টি বোমা।
— কুলতলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূলকর্মীর। অভিযুক্ত এসইউসিআই।
— শান্তিপুরে বুথ দখল করতে গিয়ে গণপিটুনির শিকার ৩। হাসপাতালে মৃত ১।
— এখনও পর্যন্ত নির্বাচন সম্পর্কিত সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের।
— কলকাতার উপকণ্ঠে জ্যাংড়াতে বন্দুক উঁচিয়ে ভোটারদের হুমকি দুষ্কৃতিদের।
— বাঁকুড়াতেও বিভিন্ন জায়গায় বুথদখলের অভিযোগ।
— কেশপুরে মারধর তৃণমূল এজেন্টকে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পুলিশের লাঠিচার্জ।
–শান্তিপুরে বুথ দখল করতে গিয়ে খুন তরুণ। নাম সঞ্জিৎ প্রামাণিক।
— আমডাঙায় ভোট চলাকালীন খুন হলেন সিপিআইএম খুন। নাম তৈবুর গায়েন।
–দেগঙ্গার চাঁপাতলায় কংগ্রেস প্রার্থীকে মারধর।
–নদিয়ার নাকাশিপাড়ায় বিলকুমারীতে গুলিতে খুন তৃণমূল কর্মী। রাজ্যে ভোট-মৃত্যুর সংখ্যা বেড়ে সাত।
–বেলডাঙায় বোমা-গুলিতে খুন বিজেপি কর্মী।
–বাসন্তীর চড়বিদ্যায় বোমা-গুলি। আহত তিন।
–কোচবিহারের ওখড়াবাড়িতে শেষ হয়ে গেল ভোট। অবাধ ছাপ্পায় সম্পন্ন ভোটগ্রহণ।
–দক্ষিণ ২৪ পরগনার নামখানায় জীবন্ত দগ্ধ সস্ত্রীক সিপিএম নেতা। নাম দেবু দাস ও ঊষা দাস।
–মুর্শিদাবাদের নওদায় গুলিতে নিহত নির্দল সমর্থক। নাম শাহিন শেখ।
— আসানসোলের রানিগঞ্জে গাড়ি ভাঙচুর এক দল দুষ্কৃতীর।
–উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা। বোমার আঘাতে জখম চার ভোটার।
–দুপুর আড়াইটা পর্যন্ত ৬ জনের মৃত্যুর কথা স্বীকার কমিশনের। ভোট বন্ধ ১৩ বুথে।
–রতুয়ায় গুরুতর জখম ওসি-সহ পুলিশ কর্মীরা।
–বাসন্তীতে এসআইয়ের মাথায় ধারালো অস্ত্রের কোপ। অভিযোগ বুথ দখলের।
— বেসরকারি হিসাবে দুপুর তিনটে পর্যন্ত নিহতের সংখ্যা ১০।
–নন্দীগ্রামে হিংসার বলি দুই। দু’জনেই সিপিএম সমর্থক।
–নন্দীগ্রাম-২ ব্লকের হাঁসচড়ার বুথে গুলিবিদ্ধ হয়ে মারা যান অপু মান্না ও যোগেশ্বর ঘোষ নামে দুই নির্দল সমর্থক।
–রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ।
–হাড়োয়া গোপালপুরের ২৫৪ নম্বর বুথে ব্যাপক ছাপ্পার অভিযোগ।
–অশোকনগরে তৃণমূল-নির্দল সমর্থক সংঘর্ষ। আক্রান্ত পুলিশ।
–দুই রাজনৈতিক দলের সংঘর্ষে দিনহাটায় আহত ভোটার-সহ ১৫ জন।
–সিল হয়ে গিয়েছে ব্যালট বক্স, পুরুলিয়ার পারুলিয়ায়। সময় দুপুর আড়াইটে।
–ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে পর্যন্ত গুরুতর আহত ৪০-এর অধিক, মৃত ১০।
–নদিয়ার তেহট্টে সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু ভোটারের।
— গঙ্গারামপুরের সুখদেবপুর লেবুতলায় খুন হলেন ঝাড়খণ্ড দিশম পার্টির বিশ্বনাথ টুডু।
–রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের।
–উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মারাইকুলায় তৃণমূল প্রার্থীর আত্মীয়া অমৃত সাহা গুলিতে মৃত।
–কোচবিহারের গোপালপুরে ভোট হিংসায় নিহত আরও এক।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।