Tibetan winter garments

শুভদীপ চৌধুরী, পুরুলিয়া: ঠান্ডার আমেজ নামতে শুরু করেছে জেলাজুড়ে। ঠান্ডা সে ভাবে জাঁকিয়ে পড়তে না পড়তেই জেলায় জেলায় শীতবস্ত্রের বিক্রয়ও বেড়েছে বেশ । ইতিমধ্যেই পুরুলিয়া শহরে প্রত্যেক বছরের মতো এ বছরও শীতবস্ত্র বিক্রি করতে সুদূর তিব্বত থেকে এসেছেন বিক্রেতারা। সকলের কেনাকাটিও চলছে জোরকদমে ।

তিব্বত থেকে আসা ওই বিক্রেতাদের বক্তব্য, প্রত্যেক বছর তাঁরা শীত পড়তে না পড়তেই এসে বসেন পুরুলিয়ার বাসস্ট্যান্ডের সামনের ওই এলাকায়। কেনাবেচাও ভালো হয়। তাই পুরুলিয়া জেলায় তাঁরা প্রত্যেক বছর শীতবস্ত্র বিক্রয়ের ওই দোকানগুলি বসান ।

গৃহবধূ পারুল গুপ্ত জানান, “বাজারের অন্যান্য দোকানগুলির থেকে এখানকার জিনিস অনেক ভালো ও সস্তা দরের হয়, তাই আমরা এখানেই আসি শীতবস্ত্র কিনতে”।

বিক্রেতা অজিত গুড়ুং জানান, আগামী জানুয়ারি মাস পর্যন্ত এই মেলা ‘তিব্বত বাজার’ থাকবে পুরুলিয়াতেই। তাঁদের আশা, অন্যান্য বছরের মতোই এ বছরও তাদের শীতবস্ত্র বিক্রয় করে লাভ হবে অন্য বছরের মতোই ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here