Homeখবররাজ্য'তেলাপিয়া খেলে ক্যানসার', মিথ্যা প্রচার ভুলে নির্ভয়ে এই মাছ খাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

‘তেলাপিয়া খেলে ক্যানসার’, মিথ্যা প্রচার ভুলে নির্ভয়ে এই মাছ খাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

প্রকাশিত

কলকাতা: নির্দ্বিধায় রাজ্যবাসীকে রাজ্যবাসীকে তেলাপিয়া মাছ খেতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলাপিয়া নিয়ে মানুষের ধারণা রয়েছে, এই মাছ খেলে নাকি ক্যানসার হয়। খোদ মুখ্যমন্ত্রীও তেমনটাই জানতেন। তবে সরকারি আধিকারিকরা পরীক্ষা করে দেখেছেন তেলাপিয়া মাছে এই ধরনের কোনও সম্ভাবনা নেই। তাই সাধারণ মানুষকে নির্ভয়ে এই মাছ খেতে বললেন মুখ্যমন্ত্রী।

নবান্নে এক বৈঠকে তিনি বলেন, চলতি বছরেই রাজ্য ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে, তবে মাছের ক্ষেত্রেও তা হওয়া সম্ভব। সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে তিনি জানতে চান, তেলাপিয়া মাছ খেলে কোনও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কি না। আধিকারিকরা জানান, তেলাপিয়া মাছ খেলে কোনও রোগ বা শরীরে বিপরীত কোনও ক্রিয়া হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

মুখ্যমন্ত্রী এই তথ্য শুনে বলেন, “তাহলে তেলাপিয়া মাছ খেতে কোনও সমস্যা নেই।” তিনি জানতে চান, “যদি কোনওভাবে এই মাছ শরীরে খারাপ প্রভাব না ফেলে তাহলে কারা রটালো, তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হয়। কেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”  তিনি সাধারণ মানুষকে তেলাপিয়া মাছ খাওয়ার পরামর্শ দেন এবং তেলাপিয়া মাছ নিয়ে মিথ্যা খবর রটানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।

‘১০ দিনের মধ্যে দাম কমা উচিত’, বাজারে হানা দিতে সিআইডি আর ইবিকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

“জল ভরো, জল ধরো” প্রকল্পের অধীনে রাজ্যের কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার পরিকল্পনাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের রাজ্যে পর্যাপ্ত জলাশয় আছে। সেগুলিতে তেলাপিয়া মাছ চাষ করলে মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারব।”

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “যারা তেলাপিয়া মাছ নিয়ে মিথ্যা খবর রটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়, তাদের কোনও ছাড় দেওয়া হবে না।”

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে মৎস্যজীবীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাঁরা আশা করছেন, এর ফলে তেলাপিয়া মাছ চাষ এবং বিক্রির উপর যে নেতিবাচক প্রভাব পড়েছিল, তা কাটিয়ে উঠতে পারবেন।

সূত্রের খবর, রাজ্য সরকার এই বিষয়ে প্রচার কার্যক্রমও চালাবে যাতে তেলাপিয়া মাছ নিয়ে যে ভ্রান্ত ধারণা রয়েছে, তা দূর হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে তেলাপিয়া মাছ চাষে উৎসাহ বাড়বে এবং রাজ্য মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৫: এক অবিশ্বাস্য লড়াই অনামা আশুতোষ শর্মার, লখনউয়ের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় দিল্লির  

লখনউ সুপার জায়ান্টস: ২০৯-৮ (নিকোলাস পুরান ৭৫, মিচেল মার্শ ৭২, মিচেল স্টার্ক ৩-৪২, কুলদীপ...

উদ্ভিদজাত দুধে বাড়ছে ক্যানসারের ঝুঁকি? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

উদ্ভিদজাত দুধ কি কোলন ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে? নতুন গবেষণা রিপোর্টে উঠে এল উদ্বেগজনক তথ্য। বিস্তারিত জানুন।

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে? সহজ পদ্ধতি জেনে নিন

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব! থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই অডিও ও ভিডিও কল রেকর্ড করার সহজ উপায় জেনে নিন।

আইপিএলে ফোর্থ আম্পায়ারের ভূমিকা কী? দায়িত্ব বাড়িয়ে ব্যাখ্যা দিল বিসিসিআই

আইপিএল ম্যাচে ফোর্থ আম্পায়ারের ভূমিকা আরও প্রসারিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি...

আরও পড়ুন

ধর্ষণ না গণধর্ষণ? আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে প্রশ্ন হাইকোর্টের

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু এবং নির্যাতন কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে...

রাজ্যে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা, রপ্তানি শুল্ক প্রত্যাহারেই কি মূল কারণ?

রাজ্যে এবার রেকর্ড উৎপাদন হলেও পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা! কেন্দ্রীয় সরকারের রপ্তানি শুল্ক প্রত্যাহার কি বাজারে প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের মতামত জানুন।

বিরোধীশূন্য উত্তর দমদম পুরসভা! একমাত্র সিপিএম কাউন্সিলর দলবদলে তৃণমূলে

উত্তর দমদম পুরসভায় বিরোধীশূন্য হয়ে গেল তৃণমূল! সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানি মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। কী বলছে শাসক ও বিরোধী শিবির? বিস্তারিত পড়ুন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে