tmc

কলকাতা: মহেশতলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। ওই আসনে ভোট গ্রহণ ২৮ মে, গণনা ৩১ মে। ওই কেন্দ্রের বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুর পর গত বৃহস্পতিবারই পুননির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন।

শুক্রবার তৃণমূলের তরফে জানানো হয়, মহেশতলা বিধানসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন দুলাল দাস। যিনি স্থানীয় পুরপ্রধানের পদেও রয়েছেন। অন্য দিকে তিনি প্রয়াত কস্তুরীদেবীর স্বামী এবং কলকাতা পুরসভার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর।

কস্তুরীদেবী ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার নির্বাচিত হন। পরের বার ২০১৬-এর নির্বাচনেও কস্তুরীদেবী ওই কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হন। স্বাভাবিক ভাবেই শাসক দলের কাছে নিশ্চিত এমন একটি আসনের উপনির্বাচনে প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে সাময়িক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এমনটাও শোনা যায়, ওই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আকাশ। কিন্তু দলনেত্রীর একান্ত ইচ্ছাতেই দুলালবাবু প্রার্থী হয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here