ওয়েবডেস্ক: বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়।
সূত্রের খবর, ব্যক্তিগত নিরাপত্তার শর্তে তিনি অমিত শাহকে চিঠি লিখেছেন। জানিয়েছেন, বিজেপিতে যোগ দিতে চান। কিন্তু এখনও পর্যন্ত দিল্লি থেকে কোনো উত্তর আসেনি।
এর আগেও গত ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন দেবশ্রী। কিন্তু ওই দিনই তৃণমূল ছেড়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। এমনও শোনা যায়, দেবশ্রীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বেঁকে বসেন শোভন। সব মিলিয়ে সে যাত্রায় গেরুয়া শিবিরে যোগ দেওয়া হয়নি দেবশ্রীর।
তবে বর্তমানে শোভন-বৈশাখীকে প্রায় বাতিলের খাতায় ফেলে দিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নাম না করে মন্তব্য করেন, “এক টাকার কয়েক কুড়িয়ে পেয়েছিলাম, ফেরত দিয়ে দিলাম”। ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান শোভন-বৈশাখী। তার পরই এমন মন্তব্য করেন দিলীপ।

স্বাভাবিক ভাবেই এমন পরিস্থিতিতে ‘শোভন-কাঁটা’ সামনে নেই দেবশ্রীর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দেবশ্রী চিঠিতে জানিয়েছেন, তাঁকে যদি ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হয়, তা হলে তিনি বিজেপিতে যোগ দেবেন।
অন্য দিকে নিজের এলাকায় আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে দেবশ্রীর বিরুদ্ধে। একাংশের অভিযোগ, তিনি ৮০ লক্ষ টাকার দুর্নীতিতে জড়িত। বেকার যুবকদের স্বনির্ভর করার প্রতিশ্রুতিতে ওই দুর্নীতি করা হয়েছে বলে জানা যায়। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সিপিএম দাবি করেছে, এই দুর্নীতি থেকে পালাতেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে চাইছেন।
আরও পড়ুন: ভাটপাড়া পুনর্দখল তৃণমূলের, অর্জুন সিং বলছেন, ‘সব নাটক’
সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় দেবশ্রী রায় ফাউন্ডেশন নামে একটি সংস্থা খুলে তিনি সমাজ সেবামূলক কাজ করছিলেন। সেই কাজেরই অংশ হিসেবে তিনি এলাকার বেকার যুবকদের উপার্জনের জন্য গাড়ি কিনে দেওয়ার কথা বলেন। এই অভিযোগেই উত্তাল রায়দিঘি। বিধায়কের বিরুদ্ধে এলাকায় পোস্টারও পড়েছে।