উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: কুলতলিতে মেরিগঞ্জ-১-এর ৯/১০ বুথে ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মত্যু হল এক তৃণমূল কর্মীর। নাম আরিফ হোসেন গাজি (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভোটের লাইনে দাঁড়িয়ে বচসার জেরেই গুলি চলে। গুলি গিয়ে লাগে আরিফের বুকের বাঁ-দিকে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মহিষমারি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জয়নগর গ্রামীণ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। পথি মধ্যেই তাঁর মৃত্য হয়।
আরও পড়ুন: পঞ্চায়েত লাইভ
নিহতের ভাই আসিফ গাজির দাবি, দাদাকে সিপিএম এবং এসইউসির লোকেরা খুন করেছে।
আরিফের বাড়ি স্থানীয় নয়াপাড়ায়। তাঁর চারটি ছেলে এবং দুই মেয়ে রয়েছে।
এ ব্যাপারে এখনও পর্যন্ত সিপিএম বা এসইউসির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।