ওয়েবডেস্ক: ২০১৬ সালের নির্বাচনে নিকটতম বাম-কংগ্রেস জোট প্রার্থীকে ১২ হাজারের কিছু বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কস্তুরী দাস। তাঁর প্রয়াণের পর হওয়া উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী দুলাল দাস জিতলেন ৬২, ৩২৪ ভোটের ব্যবধানে। পেলেন ১,০৪,২০৬টি ভোট। দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি। তাঁরা পেয়েছে ৪১,১৮২টি ভোট। সিপিআইএম প্রার্থী পেয়েছেন ৩০,১৮০টি ভোট।
অর্থাৎ বোঝাই যাচ্ছে এলাকার সংখ্যালঘু ভোট ও বিরোধী ভোটের একাংশ, যা আগেরবার বাম-কংগ্রেস জোটের দখলে ছিল, তা এবার তৃণমূলের দখলে গেছে। অন্যদিকে বিরোধী ভোটের আরেকটা বড়ো অংশ ঢলে পড়েছে পদ্মফুলের দিকে। যার ফলে তৃণমূলের ভোট ৪৮ শতাংশ থেকে বড়ে ৬২ শতাংশ হয়েছে, বিজেপির ভোট ৭ শতাংশ থেকে বেড়ে ২৩ শতাংশ হয়েছে। অন্যদিকে বাম-কংগ্রেস জোটের ভোট ৪২ শতাংশ থেকে কমে ১৭ শতাংশ হয়েছে।