কলকাতা: চার পুরসভার ভোট নিয়ে বৃহস্পতিবার কালীঘাটে বৈঠকে বসেছিল তৃণমূল। বৈঠক শেষে জানা যায়, আজ রাতেই প্রকাশিত হতে পারে প্রার্থীতালিকা। সূত্রের খবর, বিধাননগরে প্রার্থী হতে পারেন সব্যসাচী দত্ত, কৃষ্ণা চক্রবর্তী। অন্য দিকে, শিলিগুড়িতে প্রার্থী হতে পারেন গৌতম দেব, রঞ্জন সরকার।
২২ জানুয়ারি বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি পুরসভায় ভোটগ্রহণ। রণকৌশল নির্ধারণে এ দিন বিশেষ বৈঠকে বসেছিলেন তৃণমূল নেতৃত্ব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এ দিনের বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার, স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, মলয় ঘটক এবং ফিরহাদ হাকিম প্রমুখ।
কলকাতা সংলগ্ন বিধাননগর পুরসভার প্রার্থীতালিকায় বেশ কিছু চমকে থাকতে পারে। জানা গিয়েছে, প্রাক্তন মেয়র সব্যসাচী এবং বর্তমান মেয়র কৃষ্ণা ছাড়াও ওই পুরসভায় প্রার্থী হতে পারেন রাজারহাট নিউটাউটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে। এ ছাড়াও দমকল মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসুও বিধানগরের প্রার্থী হতে পারেন।
বৈঠক থেকে বেরিয়ে ফিরহাদ জানান, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি, জয়ের সম্ভাবনা রয়েছে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করবেন, এমন যোগ্যদের গুরুত্ব দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন এখানে: বিধাননগরে তৃণমূলের প্রার্থী সব্যসাচী দত্ত, আর কারা পেলেন টিকিট
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।