siliguri plastic

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সমাজের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। সেই স্তম্ভকেই এ বার কাজে লাগিয়ে শিলিগুড়ি শহরকে প্লাস্টিকমুক্ত করতে উদ্যোগী হল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

এই উদ্দেশ্যে হিমালয়ান নেচার অ্যান্ড ফাউন্ডেশনের (ন্যাফ) উদ্যোগে শহরের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি, নাট্যকার, সমাজসেবী সংগঠন এবং সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হল এক যৌথ সভা। শিলিগুড়ি শহরকে প্লাস্টিকমুক্ত করার জন্য মূলত সাংবাদিকদেরই উদ্যোগী হওয়ার আবেদন জানান ন্যাফের সদস্য অনিমেষ বসু।

শহর শিলিগুড়িকে দূষণমুক্ত করতে কয়েক বছর আগেই প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করেছিল পুরসভা। পুরসভার এই ফরমানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে শহর জুড়ে। কিন্তু সেই সচেতনতামূলক অনুষ্ঠানে বা পুরসভার এই ফরমান শহরবাসীর মধ্য যে বিশেষ প্রভাব ফেলেনি তা বলাই বাহুল্য। এখনও শহরে চোখ ফেরালে দেখা মেলে ভুরি ভুরি প্লাস্টিক ক্যারিব্যাগ।

সেই কারণেই এক প্রকার সংবাদ মাধ্যমকে হাতিয়ার করেই শহরকে প্লাস্টিকমুক্ত করতে উদ্যোগী হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here