খবর অনলাইনডেস্ক: ফের বেলাইন হল যাত্রীবাহী ট্রেন। শালিমারে ঢোকার আগে নলপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ল সেকেন্দরাবাদ-শালিমার এক্সপ্রেস। ট্রেনটির তিনটে কামরা বেলাইন হয়েছে। তার মধ্যে একটি পার্সেল ভ্যান হলেও দু’টি কামরায় যাত্রীরা ছিলেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার জেরে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
রেল সূত্রে খবর, শনিবার ভোর পৌনে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে নলপুর স্টেশনের কাছে। সেকেন্দরাবাদ থেকে শালিমারের দিকে আসছিল ট্রেনটি। নলপুরের কাছে ট্রেনের গতি কম থাকায় বড়ো রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলেই খবর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে ট্রেনটি। ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মনে করা হচ্ছে, যে লাইনে ট্রেনটির ঢোকার কথা ছিল, সেখানে না ঢুকে পাশের লাইনে চলে গিয়েছিল ইঞ্জিন। সেই কারণেই এই দুর্ঘটনা। ট্রেনটির গতি বেশি থাকলে যা আরও বড়ো আকার নিতে পারত।
ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে কখন পরিস্থিতি স্বাভাবিক করা যাবে, তা এখনও স্পষ্ট নয়।