ওয়েবডেস্ক: ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল মেচেদা স্টেশনে। রেল অবরোধে নাকাল হলেন নিত্যযাত্রীরা। ট্রেনকে লক্ষ করে ছোড়া হল পাথর। বিভিন্ন স্টেশনে আটকে পড়ল ট্রেন। অবশেষে চার ঘণ্টা পরে পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ।
শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মেচেদা স্টেশনে ঢোকার মুখে এক যুবককে ধাক্কা মারে সাঁতরাগাছি-দিঘা লোকাল। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এর পরেই রণক্ষেত্র হয়ে ওঠে স্টেশনচত্বর। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ রেললাইনের পাশেই পড়েছিলেন ওই ব্যক্তি৷ তাঁকে উদ্ধারের কোনো ব্যবস্থা করেনি রেল কর্তৃপক্ষ৷ প্রতিবাদে অবরোধ শুরু হয়ে যায় মেচেদা স্টেশনে।
অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে লোকাল ও দূরপাল্লার বেশ কিছু ট্রেন৷ বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। ট্রেন লক্ষ করে বিক্ষুব্ধ জনতা পাথর ছোড়ে বলেও অভিযোগ। এর পরেই ঘটনাস্থলে পৌঁছোন পুলিশ ও রেলের পদস্থ আধিকারিকরা। পুলিশের হস্তক্ষেপে সাড়ে চার ঘণ্টা পরে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা।