২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসকদের বদলির সিদ্ধান্ত বদল। নবান্ন থেকে জানানো হয়েছে, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা এবং হত্যাকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকদের একাংশের প্রতিবাদে রাস্তায় নামার ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। এই অবস্থায় ৪২ জন চিকিৎসকের বদলির নির্দেশ আপাতত স্থগিত করেছে স্বাস্থ্য দফতর। শনিবার এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তিনি স্পষ্ট করে জানান, এই বদলি ছিল একটি রুটিনমাফিক প্রক্রিয়া, যার প্রস্তুতি শুরু হয়েছিল মাস দুই আগেই। তবে পরিস্থিতি বিবেচনা করে এবং চিকিৎসা পরিষেবা ব্যাহত না করার জন্য আপাতত এই বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর থেকে ৪২ জন চিকিৎসকের বদলির নির্দেশ জারি করা হলে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, আরজি কর হাসপাতালের ঘটনায় সরব হওয়া চিকিৎসকদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা এটিকে ‘শাস্তিমূলক পদক্ষেপ’ হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে, চিকিৎসক সংগঠনগুলি, যেমন ‘ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট অ্যাসোসিয়েশন’ এবং ‘অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্স’, এই বদলির প্রতিবাদ জানিয়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
জনতা এখন রেফারি, ‘খেলা’য় পদে পদে ধরা পড়ছে ‘ভুল’
স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, “বদলির প্রক্রিয়া আরজি করের ঘটনার দুই মাস আগেই শুরু হয়েছিল। তবে পরিস্থিতি বিবেচনা করে এবং চিকিৎসা পরিষেবা ব্যাহত না করার জন্য আপাতত এই নির্দেশ বাতিল করা হয়েছে।” তিনি আরও জানান, নামের বানান সংশোধনের কারণে বদলি আদেশ জারি করতে কিছুটা দেরি হয়েছিল।
সরকারি স্বাস্থ্য বিভাগের এই পদক্ষেপ পরিস্থিতি শান্ত করার লক্ষ্য নিয়ে করা হলেও চিকিৎসক মহলে বিষয়টি নিয়ে মতবিরোধ বজায় রয়েছে। আগামী দিনে এই বদলি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানানো হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যসচিব।