Purulia
জখম পিন্টুবাবুর পরিবারের সদস্যরা

শুভদীপ চৌধুরী, পুরুলিয়া: মঙ্গলবার গভীর রাতে জেলার অন্তর্গত পুঞ্চা থানার পাঁড়ুই গ্রামে কালীপুজো উপলক্ষে চলছিল পাঁঠাবলি। ঠিক এমন সময়ই গ্রামের এক বাসিন্দা তথা তৃণমূল বুথকর্মীকে গুলি করে এক দুষ্কৃতী।

জানা যায়, ভোর সাড়ে তিনটের সময় পুরুলিয়ার পুঞ্চা গ্রামের পিন্টু সিনহা(৪২) নামের তৃণমূল বুথকর্মী পাঁঠার চামড়া ছুলছিলেন, ঠিক তখনই আচমকা পিছন থেকে কেউ গুলি করে এবং ওই বুথকর্মী গুরুতর ভাবে জখম হন । পিন্টুবাবুর দাদা বাবলু সিনহা এ দিন দুপুরে বলেন, “ভোরে দুই ভাই মিলে পাঁঠার চামড়া ছুলছিলাম তখনই বাড়ির পিছন দিক থেকে হঠাৎ গুলির শব্দ আসে, ভাইয়ের কোমরের উপরে, পিঠের ঠিক নিচে গুলি লাগে। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি করি”।

পিন্টুবাবুকে গুরুতর জখম অবস্থায় প্রথমে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ও অবস্থার অবনতি ঘটলে তাঁকে দুর্গাপুরের একটি নার্সিংহোমে ও পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরএসএস-বিজেপিকে মাস্ট্রার স্ট্রোক মমতার!

এ বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি নব্যেন্দু মহালির বলেন, প্রশাসনিকভাবে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ওই গ্রামে আতঙ্কের ছাপ পড়েছে ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here