mark1

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জাল মার্কশিট চক্রে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করল সিআইডি।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে শিলিগুড়ি ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায় একটি দোকান থেকে বেশ কিছু নকল রবার স্ট্যাম্প, কালার প্রিন্টার এবং বেশকিছু নকল মার্কশিট উদ্ধার করে সিআইডি।একই সঙ্গে গত সোমবার রাতেই দোকানের মালিক গৌতম সরকারকে গ্রেফতার করা হয়।সিআইডি সেই সূত্রে খবর, গত সোমবার গ্রেফতার হওয়া গৌতম সরকারের কাছ থেকে পাওয়া বেশ কিছু তথ্যের ভিত্তিতে মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের একটি দোকানে হানা দেয় সিআইডি।

mark2

এ দিন দীর্ঘক্ষণ সিআইডি আধিকারিকেরা দোকানের মালিক গৌতম সাহাকে জিজ্ঞাসাবাদ করে। পরে দোকানের কালার প্রিন্টার সহ বেশকিছু নথি বাজেয়াপ্ত করে।একই সঙ্গে শহরের আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ফোটোকপির দোকানে অভিযান চালাবে সিআইডি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here