আরজি কর-কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায়। তাঁদের পদত্যাগের পেছনে রয়েছে আরজি কর কাণ্ডে জড়িয়ে থাকা বিতর্কিত সদস্যদের ভূমিকা নিয়ে ক্ষোভ। দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে জানান, কাউন্সিলের কয়েকজন সদস্যের নাম আরজি কর কাণ্ডে জড়িয়ে পড়ায় সংস্থার সুনাম নষ্ট হচ্ছে। তিনি বিতর্কিত সদস্যদের কাজ থেকে বিরত রাখার দাবি তোলেন।
আরেক চিকিৎসক সুমন মুখোপাধ্যায়ও একই ইস্যুতে পদত্যাগ করেছেন। তিনি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবি করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি লেখেন।
শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করল রাজ্য সরকার
এদিকে, আরজি কর-কাণ্ডের কারণে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কাল ও পরশুর বৈঠক বাতিল করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়নি কেন বৈঠক বাতিল করা হয়েছে, তবে চিকিৎসক মহলে জল্পনা চলছে যে, এই সিদ্ধান্তের পেছনে কাউন্সিলের বিতর্কিত সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ থাকতে পারে। এই বৈঠকে তাঁদের বহিষ্কারের দাবি উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় কোনও মন্তব্য করেননি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।