রাজ্য
জগদ্ধাত্রী পুজোর জন্য ব্যাপক ভিড়, ট্রেন থেকে পড়ে মৃত্যু ২ যাত্রীর

শেওড়াফুলি: জগদ্ধাত্রী পুজোর জন্য লোকাল ট্রেনে ব্যাপক ভিড়। সেই ভিড়ের ঠেলা সামলাতে না পেরে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ, শেওড়াফুলি স্টেশনের কাছে হাওড়া-ব্যান্ডেল আপ লোকালে দুর্ঘটনাটি ঘটে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কারণে ট্রেনে এমনিতেই ভিড় ছিল প্রচুর। তার উপর নিত্যযাত্রীরাও ওই সময় অফিস থেকে ফেরেন। ফলে ট্রেনে ভিড় বেড়েছিল।
সেই ভিড়ের ঠেলা সামলাতে না পেরেই দুর্ঘটনা ঘটে। ট্রেন যখন শেওড়াফুলি স্টেশন ছেড়ে বৈদ্যবাটির দিকে যাচ্ছিল তখন ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যান প্রথম ব্যক্তি। তারপর পরই আরও একজন ভিড়ের চাপে পড়ে যান। দু’জনের পিঠই ছিল ব্যাগ।
প্রত্যক্ষদর্শীদের মতে,অসম্ভব ভিড় থাকার ফলে ওই দু’জন বগীর ভেতরে ঢুকতে পারেননি। দরজায় কার্যত বাদুড়ঝোলা হলেই যাচ্ছিলেন তাঁরা। স্টেশন ছাড়ার পর কেবিনের কাছে একটি পোস্টের সঙ্গে ধাক্কা লাগে প্রথমজনের। তিনি পড়ে যান। কিছুক্ষণ পর দ্বিতীয় জনও পড়ে যান।
আরও পড়ুন প্রিমিয়ামের টাকা দিতে না পারায় অচল হয়েছে এলআইসি পলিসি? ফের চালু করা যাবে
এরপর খবর দেওয়া হয় জিআরপিতে। তারাই এসে দু’জনকে উদ্ধার করে। যদিও ততক্ষণে মৃত্যু হয় ওই দুই যাত্রীর। তাঁদের দেহ সোমবার রাতেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সেখানে ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তির বাড়ি চূুঁচুড়া স্টেশনের কাছাকাছি এলাকায়। তবে তাঁদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। আজ ময়নাতদন্তের পরই দু’জনের পরিচয় জানা যাবে।
প্রতি বছরই জগদ্ধাত্রী পুজোর সময়ে চন্দননগরগামী ট্রেনগুলিতে ব্যাপক ভিড় হয়। সেই ভিড়ের ঠেলা সামলাতে না পেরে দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। তবুও এর কোনো সুরাহা এখনও পাওয়া যায়নি।
রাজ্য
নতুন করে উদ্বেগের মাঝে সাময়িক স্বস্তি রাজ্যের কোভিডগ্রাফে
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২০৯ জন।

কলকাতা: নতুন করে করোনা সংক্রমণে সাময়িক ভাবে স্থিতাবস্থা ধরা পড়ল বৃহস্পতিবার। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের হার এ দিন ১-এর উপরে থাকলেও কিছুটা কমল সক্রিয় রোগীর সংখ্যা। এক মাসেরও বেশি সময় পর দেশে দৈনিক সংক্রমণ ১৭ হাজারের গণ্ডি অতিক্রম করে ফেলেছে। এহেন পরিস্থিতিতে সাময়িক স্বস্তি রাজ্যের কোভিডগ্রাফে।
রাজ্যের কোভিড-তথ্য
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন ২০৯ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার ৯২১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬২ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ২৭৩ হয়েছে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ৯ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৭.৬৫ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৯১টি। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১.০৭ শতাংশ।
তবে রাজ্যের সামগ্রিক সংক্রমণের হারও আরও কিছুটা কমেছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৮৬ লক্ষ ৩৮ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার রয়েছে ৬.৬৭ শতাংশ।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
উত্তর ২৪ পরগণায় নতুন সংক্রমণ কিছুটা কমলেও, কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৭৫ এবং উত্তর ২৪ পরগণায় ৪৫ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৬০ এবং ৫৫ জন। দুই জেলাতেই নতুন করে কারও মৃত্যু হয়নি।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৬৯৯, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৩৫৬। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১,২১৮ জন এবং উত্তর ২৪ পরগণায় ৯৩৩। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,১০২ এবং ২,৫০৯ জনের।
জেলায় জেলায়
এ দিন দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় নতুন করে আক্রান্ত যথাক্রমে ১০ এবং ১৩ জন। বাকি সমস্ত জেলাতেই নতুন করে আক্রান্তের সংখ্যা ১০-এর নীচে। তবে নদিয়ায় মৃত্যু হয়েছে এক কোভিডরোগীর।
উল্লেখযোগ্য ভাবে পশ্চিম বর্ধমানে ৯ জন, হুগলিতে ৮ জন, নদিয়ায় ৮ জন, দার্জিলিংয়ে ৭ জন এবং উত্তর দিনাজপুরে ৫ জন কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুরে নতুন করে শনাক্ত হননি।
আরও পড়তে পারেন: নতুন সংক্রমণ ছাড়াল ১৭ হাজারের গণ্ডি, শুধু মহারাষ্ট্রেই ১০ হাজার
পশ্চিম মেদিনীপুর
সুশান্তবাবু না? অশীতিপর বৃদ্ধ পিছনে থেকে হাত টেনে ধরতেই প্রাক্তন মন্ত্রী বললেন, ‘আমি বাবু নই’
“ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব”, গ্রামবাসীদের উদ্দেশে টোটকা-বার্তা সিপিএমের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতার!

খবর অনলাইন ডেস্ক: জনশ্রুতি রয়েছে, তাঁর কথায় এক সময় বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত। সিপিএমের সেই দোর্দণ্ডপ্রতাপ নেতা সুশান্ত ঘোষ ফের স্বমহিমায়! তবে এখন তিনি আরও বেশি ‘কাছের মানুষ’! নিজেকে ‘বাবু’ সম্বোধনেও ঘোর আপত্তি তাঁর!
২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে আর বাড়ি ফিরতে পারেননি সুশান্ত। জেলায় হয়তো গিয়েছেন, ভোট দিয়েছেন, কিন্তু বাড়ি ফেরা আর হয়নি। কঙ্কালকাণ্ডে নাম জড়িয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাপুটে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পঞ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিনে মুক্তির পর বাড়ি ফিরেছেন তিনি।
শোনা যাচ্ছে, এ বারের বিধানসভা ভোটেও সুশান্তকে প্রার্থী করবে সিপিএম। তবে গড়বেতায় নয়। তাঁকে প্রার্থী করা হতে পারে শালবনি থেকে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের শালবনিতেই তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জেলায় ফেরার দিনেই তিনি বলেছিলেন, “মানুষের ভালোবাসা ছাড়া আমাদের মতো কমিউনিস্টদের আর বড়ো কিছুই পাওয়ার নেই। যাঁরা লাল পতাকাকে ভালোবাসেন, তাঁরা আমাকেও ভালোবাসেন।”
তবে রাজ্যপাট গেলেও তাঁর কথার ঝাঁঝ এখনও অটুট। ওই ভাইরাল ভিডিয়োয় শোনা যাচ্ছে, তিনি গ্রামবাসীদের উদ্দেশে বলছেন, ‘‘মাওবাদীরা জানে সুশান্ত ঘোষ কে? তৃণমূল- বিজেপির বাপ-ঠাকুরদারাও জানে, এত দিন যা করেছে, করেছে, আমি তো ছিলাম না, মানুষের পাশে দাঁড়াতে পারিনি, এখন কারোর গায়ে যদি হাত পড়ে, সোজা গাঁয়ে যাব, ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব’’।
গ্রামবাসীদের উদ্দেশে তাঁর এই টোটকা-বার্তা মধ্যেই পিছন থেকে এক অশীতিপর বৃদ্ধ তাঁর হাত টেনে ধরে বলেন, “আরে সুশান্তবাবু না”?
জবাবে প্রাক্তন মন্ত্রী বললেন, “সুশান্তবাবু না, আপনাদের ঘরের ছেলে”।
আরও পড়তে পারেন: রাজ্যের ৯৭ বিধায়ক কোটিপতি, ধনীর তালিকায় প্রথম তিন শাসক দলের
রাজ্য
তৃণমূলে যোগ দিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি-সহ আরও অনেকেই
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী।

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের সাংসদ সৌগত রায়ের হাত থেকে শাসক দলের পতাকা তুলে নিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। শোনা যাচ্ছে, তাঁকে প্রার্থী করতে পারে তৃণমূল।
তৃণমূল-যোগ অনুষ্ঠানে সৌগত বলেন, “অদিতি পরিচিত মুখ।বিদেশেও গিয়েছে। আমি অদিতিকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক কালে তার যোগদান বিশেষ ভাবে উল্লেখ্যযোগ্য”।
রাজ্য সরকারি অনুষ্ঠানে এর আগে একাধিক বার সংগীত পরিবেশন করতে শোনা গিয়েছে অদিতিকে। এ দিন যোগদান মঞ্চেও তিনি গান শোনালেন। বলেন, “আমাকে যোগ্য মনে করায় আমি কৃতজ্ঞ। তৃণমূলের কর্মী হতে পেরে আমি খুবই আনন্দিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই কাজ করব”।
এ দিনই রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন টেলিভিশন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী, ভোজপুরী অভিনেতা-পরিচালক ধীরজ পণ্ডিতও শাসক শিবিরে যোগ দেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই তৃণমূলে টলিউডের বিভিন্ন পরিচিত মুখ যোগ দিচ্ছেন। শাসক শিবিরের থেকে খানিকটা পিছিয়ে থাকলেও যুযুধান বিজেপি-ও তারকাদের যোগদান করাচ্ছে। যেমন সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কয়েক সপ্তাহ ধরেই রাজনীতিতে টলিউড-যোগ রীতিমতো ধারাবাহিক ভাবেই চলছে। তৃণমূল, বিজেপি উভয় দলেই নাম লেখাচ্ছেন অভিনেতারা।
আরও পড়তে পারেন: রাজ্যের ৯৭ বিধায়ক কোটিপতি, ধনীর তালিকায় প্রথম তিন শাসক দলের
-
প্রযুক্তি2 days ago
মাত্র ২২ টাকায় জিও ফোন প্রিপেড ডেটা ভাউচার! জানুন বিস্তারিত
-
শিক্ষা ও কেরিয়ার1 day ago
কেন্দ্রের নতুন শিক্ষানীতির আওতায় মাদ্রাসায় পড়ানো হবে গীতা, রামায়ণ, বেদ-সহ অন্যান্য বিষয়
-
দেশ2 days ago
স্বামীর ‘দাসী’ নন স্ত্রী, এক সঙ্গে থাকতে বাধ্য করা যাবে না, বলল সুপ্রিম কোর্ট
-
রাজ্য3 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত