কলকাতা: শনিবার বিকেলে কালবৈশাখীর তাণ্ডব। রাজ্যে বলি দুই। কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় গাছ ভেঙে এক ব্যক্তির মৃত্যু। অন্য দিকে, বর্ধমানেও গাছ ভেঙে এক ১৪ বছর বয়সি কিশোরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শনিবার বিকেল থেকেই আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে রাজপথে ব্যাপক যানজট। বিঘ্নিত হয়েছে মেট্রো চলাচলও।
শুধু কলকাতা ও শহরতলিই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং ঝড়ের দাপটে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। দেশপ্রিয় পার্ক, সাদার্ন অ্যাভিনিউ, লেক মার্কেট এলাকায় গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রেস বক্সের একাংশ ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। জাতীয় গ্রন্থাগারের কাছে রাস্তায় গাছ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন।

এরই মধ্যে জানা গিয়েছে, টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে একটি গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় মহানায়ক উত্তম কুমার থেকে নেতাজি মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল। ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছেন কর্মীরা। খুব শীঘ্রই উদ্ধারকাজ শেষ করে পুনরায় পরিষেবা চালুর তোড়জোড় চলছে।
অন্য দিকে, ঝড়বৃষ্টিতে এএফসি কাপে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের ম্যাচ বন্ধ হয়ে যায়। খেলা শুরুর ১১ মিনিটের মধ্যেই ঝড়ের তাণ্ডবে তা বন্ধ রাখা হয়।
আরও পড়তে পারেন:
নাম ভানওয়ারলাল জৈন, মুসলমান ভেবে এলোপাথাড়ি মারে মৃত্যু প্রবীণের, অভিযুক্ত বিজেপি নেত্রীর স্বামী
নিজাম প্যালেস থেকে বেরোলেন পরেশ, এ বার কি পার্থর সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ?
নভজ্যোত সিংহ সিধু এখন কয়েদি নম্বর ২৪১৩৮৩, ঠিকানা পটীয়ালা জেল, ব্যারাক নম্বর ৭
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড়ো খবর! মাস ঘুরলেই ফল
মাসির বাড়িতে গিয়ে ফিরতে চাইছিল না কিশোর, জোরাজুরি করতেই ২১ তলার বারান্দা থেকে ঝাঁপ