Rare Animals
বিরল প্রজাতির পেঁচা ও বনবিড়াল। ছবি: প্রতিবেদক

শুভদীপ চৌধুরী, পুরুলিয়া: শনিবার একটি বিরল প্রজাতির পূর্ণ বয়স্ক পেঁচার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুরে ।

Owl
বিরল প্রজাতির পেঁচা।ছবি: প্রতিবেদক

জানা যায়, শনিবার সকালে হঠাৎ ওই বিরল প্রজাতির পূর্ণ বয়স্ক পেঁচাটিকে দেখতে পাওয়া যায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনে । খবর পেয়ে সঙ্গে সঙ্গে বন দফতরের কর্মীরা সেখানে গিয়ে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যান বন দফতরে ।
বন দফতর সূত্রে খবর, ওই পূর্ণ বয়স্ক পেঁচাটি সামান্য অসুস্থ রয়েছে । তার প্রাথমিক চিকিৎসা চলছে। এটি একটি বিরল প্রজাতির পেঁচা।

Cat
বিরল প্রজাতির বনবিড়াল।ছবি: প্রতিবেদক

প্রসঙ্গত, শুক্রবার পুরুলিয়ার বেলগুমায় উদ্ধার হয়েছিল এক বিরল প্রজাতির বনবেড়াল । এ দিন জানা যায়, বনবেড়ালটিও অসুস্থ এবং তার পায়ে রয়েছে ক্ষতচিহ্নের দাগ । এই প্রজাতির বনবেড়াল সচরাচর দেখা যায় না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here