রাজ্য
মারা গেলেন প্রবীণ সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত

ওয়েবডেস্ক: দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন সিপিআইয়ের প্রবীণ নেতা গুরুদাস দাশগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩।
বেশ কিছু দিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন গুরুদাসবাবু। টাটা মেডিক্যাল সেন্টারে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই বৃহস্পতিবার সকাল ছ’টায় প্রয়াত হন তিনি।
১৯৩৬ সালের ৩ নভেম্বর অধুনা বাংলদেশের বরিশালে জন্মগ্রহণ করেন গুরুদাসবাবু। কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন সারা ভারত ছাত্র ফেডারেশনের শীর্ষ স্থানীয় নেতা ছিলেন তিনি। ১৯৮৫ সালে প্রথম বার রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। ২০০১ সালে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (এআইটিইউসি)-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
২০০৪ সালে প্রথম বার লোকসভায় পা রাখেন গুরুদাসবাবু। সে বার তিনি জিতেছিলেন পাঁশকুড়া কেন্দ্র থেকে। ২০০৯ সালে ঘাটাল কেন্দ্র থেকে জিতে দ্বিতীয় বারের জন্য সাংসদ হন তিনি।
আরও পড়ুন শোকের আবহে কাশ্মীরে নিহত শ্রমিকদের দেহ পৌঁছল মুর্শিদাবাদে
সিপিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পিস হাভেনে থাকবে গুরুদাসবাবুর দেহ। সেখানেই তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। শুক্রবার দলীয় কার্যালয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।
পূর্ব বর্ধমান
Bengal Polls 2021: শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কে ঢিল ছুড়লেন মিঠুন চক্রবর্তী
এগুলো কী? কীসের জন্য করা হচ্ছে? সিংহাসনটাকে আগলে রাখার জন্য?…প্রশ্নের উপর প্রশ্ন মিঠুনের!

খবর অনলাইন ডেস্ক: শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোটে কোচবিহারে প্রাণ গিয়েছে পাঁচ জনের। এই ঘটনার জন্য তৃণমূল যখন অমিত শাহের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’র যুক্তি খাড়া করেছে, অন্যদিকে বিজেপির নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উস্কানিমূলক’ মন্তব্য। সেই বিতর্কেই রবিবার নতুন ইন্ধন জোগালেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
শীতলকুচির ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে রাজ্যে ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতার ‘উস্কানিমূলক’ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
রবিবার পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে মিঠুন বলেন, “কালকের ঘটনায় (শীতলকুচিতে) যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু কেন, এ সব করার কারণ কী? কেন এ রকম উস্কানি দিয়ে চারটে মায়ের কোল খালি করে দিলেন”?
মিঠুন বলেন, “আপনারা যাঁরা আমার কথা শুনেছেন, তাঁদের বলছি, এ সব জিনিয়ে পা দেবেন না। কেউ থাকবে না আপনাদের সঙ্গে। এরা আওয়াজ তুলবে, উস্কানি দেবে, কোনো মায়ের কোল খালি হয়ে যাবে। আর এরা নিজের নিজের বাড়ি চলে যাবে। মা তাঁর সন্তান হারিয়ে কাঁদতে থাকবেন। এই ফাঁদে পা দেবেন না। আমি হাতজোড় করে বলছি, কেউ এই ফাঁদে পা দেবেন না”।
এখানে থেমে না থেকে অভিনেতা বলেন, “এগুলো কী? কীসের জন্য করা হচ্ছে? সিংহাসনটাকে আগলে রাখার জন্য? তার জন্য এ সব করতে হবে! মনে রাখবেন, বিজেপি সরকার এলে কোনো দাঙ্গা হবে না, সন্ত্রাস হবে না। বিজেপি সরকার এলে কোনো হিংসা হবে না, এটা গ্যারান্টি”।
প্রসঙ্গত, শনিবার সকালে ভোট শুরুর কিছু ক্ষণের মধ্যেই শীতলকুচির পাঠানটুলি শালবাড়ির ২৮৫ নম্বর বুথে জীবনের প্রথম ভোট দিতে গিয়েই দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ১৮ বছরের তরুণ আনন্দ বর্মণ। এর কিছু ক্ষণ পরেই দিনের সবচেয়ে বড়ো ঘটনাটি ঘটে যায় শীতলকুচিরই জোড়পাটকি এলাকার ১২৬ নম্বর বুথে। সেখানে সিআইএসএফের গুলিতে নিহত হন একই সঙ্গে ৪ জন।
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: ‘শীতলকুচি’ নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে এক মত নন অমিত শাহ!
রাজ্য
Bengal Polls 2021: ‘শীতলকুচি’ নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে এক মত নন অমিত শাহ!
ভোটের চলাকালীন দিলীপ ঘোষ চাইলেও বিজেপি ক্ষমতায় এলে আর ‘শীতলকুচি’ চান না অমিত শাহ!

খবর অনলাইন ডেস্ক: ভোট চলাকালীন ‘জায়গায় জায়গায় শীতলকুচি হবে’ বলে হুমকি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে এ ধরনের ঘটনা ঘটবে না বলেই আশ্বস্ত করলেন অমিত শাহ।
শনিবার পঞ্চম দফার ভোটগ্রহণের দিন শীতলকুচির ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। রবিবার শান্তিপুরের বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করার পর এ প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ (Amit Shah)।
চার নিহতকে শ্রদ্ধা জানিয়েছেন মমতা, কটাক্ষ অমিত শাহের
এ দিন শিলিগুড়ির সাংবাদিক বৈঠক থেকে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মমতা। শ্রদ্ধা জানান নিহতদের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চার জনকেই শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আনন্দ বর্মনের জন্য তিনি কিছু বলেননি। কারণ আনন্দ বর্মন রাজবংশী সম্প্রদায়ের। তিনি তার তুষ্টিকরণের রাজনীতিকে কোন জায়গায় নিয়ে গিয়েছেন, এটাই তার একটা বড়ো প্রমাণ। এ ধরনের রাজনীতি বাংলার সংস্কৃতি নয়”।
মমতার উদ্দেশে তাঁর পরামর্শ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনও সময় রয়েছে পঞ্চম নিহতের (আনন্দ বর্মন) উদ্দেশে সমবেদনা জানানো এবং বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবার”।
বাড়াবাড়ি করলে আরও শীতলকুচি হবে, হুমকি দিলীপ ঘোষের
এ দিনই বরানগরের একটি সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। ১৭ তারিখ সকালেও লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে”।
যদিও অমিত শাহ বলেন, “এই একটা ঘটনা (শীতলকুচি) বাদে পশ্চিমবঙ্গে নির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে পরিচালিত হয়েছে। আমি কথা দিচ্ছি, এখানে বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলায় রাজনৈতিক ও নির্বাচন-সংক্রান্ত হিংসা শেষ হবে”।
আরও পড়তে পারেন: বাড়াবাড়ি করলে হবে আরও শীতলকুচি, হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ
রাজ্য
বাড়াবাড়ি করলে হবে আরও শীতলকুচি, হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ
“শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে”, বললেন দিলীপ!

খবর অনলাইন ডেস্ক: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। শনিবারের সেই ঘটনার রেশ টেনে রবিবার বরানগরের সভা থেকেই কার্যত হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোটগ্রহণের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথের বাইরে সিআইএসএফের গুলিতে নিহত হন চার তৃণমূল কর্মী।মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। নির্বাচন কমিশন তিন দিনের জন্য কোচবিহারে বাইরে থেকে রাজনীতিকদের ঢোকা নিষিদ্ধ করে।
এ দিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “এটা একটা গণহত্যা। সিআইএসএফ নিহতদের বুকে গুলি করেছিল”।
আর তার পরেই দিলীপ বললেন, “ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। ১৭ তারিখ সকালেও লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে”।
সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ বলেন, “সারাজীবন লাশের রাজনীতি করেছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে লাশ তুলতে যেতে চেয়েছিলেন। ভেবেছিলেন, রাস্তায় লাশ ফেলে বসবেন। বলবেন, ‘দেখুন, আমার লোকেদের মেরেছে। ভোট দিন”।
বিজেপি সাংসদের এহেন মন্তব্যে স্বাভাবিক ভাবেই বিতর্কের ঝড় উঠেছে। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। এই মন্তব্যকে গণহত্যায় প্ররোচনা বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ করা উচিত বলেও মনে করছে তৃণমূল।
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: শীতলকুচিতে ‘গণহত্যা’ হয়েছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
রাজ্য1 day ago
Bengal Polls Live: সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৫ শতাংশের বেশি
-
ক্রিকেট2 days ago
IPL 2021: বলে ভেলকি হর্শল পটেলের, ব্যাটে জ্বলে উঠলেন ডেভিলিয়ার্স, বেঙ্গালুরুর কষ্টার্জিত জয়
-
রাজ্য1 day ago
Bengal Polls 2021: বাহিনীর গুলিতে হত ৪, শীতলকুচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
-
দেশ1 day ago
Corona Update: রেকর্ড তৈরি করে দেড় লক্ষের দিকে এগিয়ে গেল দৈনিক সংক্রমণ, তবুও কম মৃত্যুহারে কিছুটা স্বস্তি