মেল আইডি লগ ইন করে বই পড়ার সুযোগ নিন

0

পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভারচুয়াল লাইব্রেরি ৷ আগামী ৬ মাসের মধ্যেই এই পরিষেবা পাবেন রাজ্যের মানুষ ৷ এর ফলে আরও বেশি করে রাজ্যের মানুষের কাছে বইকে পৌঁছে দেওয়া যাবে বলে জানান রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি৷ খোলা হবে একটি ওয়েবসাইটও৷

এই পরিষেবা পেতে গেলে মেল আইডি থাকলেই হবে৷ ওয়েবসাইটে গেলে মেল আইডি-র মাধ্যমে লগ ইন করলেই পাওয়া যাবে এই পরিষেবা৷ তা ছাড়া মোবাইলের অ্যাপস ডাউনলোড করেও পাওয়া যাবে এই পরিষেবা৷ যে কোনও বই পড়তে চাইলে তা লগ ইন করে আবেদন করলেই হবে ৷

এ ছাড়া রাজ্যে যে ২৪৮০টি গ্রন্থাগার রয়েছে সেগুলির উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি ৷ প্রতিটি গ্রন্থাগারে যাতে ভিডিও কনফারেন্স করা যায় তার চেষ্টা করা হচ্ছে৷ এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন গ্রন্থাগারে ১ কোটি ৮০ লক্ষ বই রয়েছে বলে জানান মন্ত্রী ৷ স্কুল ও লাইব্রেরির মধ্যে যোগযোগ আরও নিবিড় করার চেষ্টা করা হচ্ছে বলে জানান গ্রন্থাগারমন্ত্রী ৷ এ ছাড়া স্কুলের পাঠ্যবই, রেফারেন্স বই, সব কিছু পাঠাগারে এ বার থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে ৷

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন